ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে ছিলেন পাকিস্তান সফরে যাবেন না মুশফিকুর রহিম। এদিকে ব্যাপারটির সত্যতা স্বীকার করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। শুক্রবার মুশফিকুর রহিম নিজেই দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির কাছে আসন্ন সফর থেকে সরে দাঁড়ানোর জন্য আবেদন করেন। তাতেই নিশ্চিত হয়, তিনি যাচ্ছেন না পাকিস্তানে।
পাকিস্তান সফরে বাংলাদেশ এবার খেলবে তিন ধাপে। প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ধাপে একটি টেস্ট। শেষ ধাপে একটি ওয়ানডে ও একটি টেস্ট।
প্রথম দফায় ২৪ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বাংলাদেশের পাকিস্তান সফর। এদিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সেখানেই ২৫ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। দ্বিতীয় ধাপে ৭-১১ ফেব্রুয়ারি রাউলাপিন্ডিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলবেন তারা। এর পর দেশে ফিরে আসবেন সফরকারী ক্রিকেটাররা। এর পর এপ্রিলে আবার পাকিস্তানে যাবে বাংলাদেশ। ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে খেলবে তারা। পরে ৫ এপ্রিল সেখানেই দ্বিতীয় টেস্ট খেলবে দুদল।
মুশফিক পাকিস্তানে ওয়ানডে কিংবা টেস্ট খেলবেন কিনা, তা এখনই জানা যায়নি। তবে টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না তিনি সেটি নিশ্চিত করেছেন।
এতোদিন বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত কারনে সফর থেকে নাম প্রত্যাহারের দৃস্টান্ত ছিল শুধু সাকিব আল হাসান এবং তামিম ইকবালের। সেই তালিকায় এবার সংযোজন হচ্ছেন মুশফিক। তবে পাকিস্তান সফরে তার অনীহার কারনটা ষ্পষ্ঠ নয়।
Discussion about this post