ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরি সঙ্গী হয়েছে তার। একের পর এক চোটে বারবারই তাকে চলে যেতে হয়েছে মাঠের বাইরে। কিন্তু হার মানেন নি মাশরাফি বিন মর্তুজা। খেলা চালিয়ে যান তিনি। তার পথ ধরেই হয়ে উঠেন বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন।
বঙ্গবন্ধু বিপিএল নিয়ে ব্যস্ত ছিলেন মাশরাফি। ছিলেনই বলতে হচ্ছে। কারণ আবারও চোটে পড়ে মাঠের বাইরে চলে গেলেন এই তারকা ক্রিকেটার। শনিবার বিপিএলের ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাতে আঘাত পেলেন ঢাকা প্লাটুন অধিনায়ক। বাম হাতে ১৪টি সেলাই পড়েছে।
শনিবার রাতে খুলনা টাইগার্সের ব্যাটিংয়ের একাদশ ওভারে ইনজুরিতে পড়েন মাশরাফি। মেহেদি হাসানের বলে ড্রাইভ করেছিলেন রাইলি রুশো। বল কাভার দিয়ে তীব্র গতিতে উড়ে যাচ্ছিল। মাশরাফি বাঁদিকে ঝাঁপিয়ে ক্যাচ নিতে চেষ্টা করেন। কিন্তু হাতে জমেনি। বল মাশরাফির হাতে ছোবল দিয়ে চলে যায়। ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি।
মিরপুরের হোম অব ক্রিকেটের সংবাদ সম্মেলন কক্ষে ঢাকার ক্রিকেটার এনামুল হক বিজয় আসতেই উঠে আসে মাশরাফি প্রসঙ্গ। তিনি জানান, মাশরাফির হাতের তালু অনেকটা কেটে গেছে। অধিনায়কের হাতে সেলাই দিতে হয়েছে ১৪টি।
এলিমিনেটর ম্যাচে সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে লড়বে ঢাকা প্লাটুন। এই লড়াইয়ে মাশরাফি থাকবেন না নিশ্চিত। এবারের বিপিএলে তার খেলা নিয়েও রয়েছে শঙ্কা। এনামুল হক বিজয় জানান, ‘এতগুলো সেলাই পড়েছে, তাঁর খেলাটা কঠিনই হয়ে যাবে। এখনো নিশ্চিত নই। অবশ্যই আমাদের জন্য কঠিন হয়ে গেল। শেষ চারে ওঠা সব দলই খুব ভালো খেলছে। ভীষণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যদি আমরা সুযোগটা কাজে লাগাতে পারি, আমাদের জন্য সহজ হতে পারে। তবে কাজটা মোটেও সহজ হবে না।’
Discussion about this post