ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এখনো অনিশ্চয়তার চাদরে ঢাকা বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য জানিয়ে দিয়েছে টেস্ট খেলতে এই সফরে যেতে রাজি নয় তারা। বিশেষ করে ক্রিকেটাররা নিরাপত্তার কারণে যেতে রাজী হচ্ছেন না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খুব করেই চায় যথা সময়ে তাদের দেশেই হোক সিরিজ। একই কথা বলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।
বাংলাদেশ যেন সিরিজ বাতিল না করে এই অনুরোধ রাখলেন মিয়াদাদ। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের কাছে ভাইয়ের মতো। ওদের ক্রিকেটের অবস্থা যখন নাজুক অবস্থা ছিল, তখন পাকিস্তান বাংলাদেশকে নানাভাবে সাহায্য করেছে। তাই বাংলাদেশেরও উচিত পাকিস্তানে সিরিজ খেলতে আসার মাধ্যমে পাকিস্তানকে সাহায্য করা। প্রতিবেশী এই দুই দেশের উচিত ক্রিকেটের ব্যাপারে একে অন্যকে সাহায্য করা।’
বিসিবি চায় পাকিস্তানে তিন ম্যাচের টি-টুয়েন্টি খেলে ফিরতে। এ অবস্থায় বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর পড়েছে অনিশ্চয়তায়। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান অবশ্য বলছেন, পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে আগামী সপ্তাহে হতে যাওয়া বোর্ড সভায়।
বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, পাকিস্তান সফরে আপত্তি নেই তাঁর। কিন্তু খেলোয়াড়েরা সবাই যেতে চান কি না, সে নিয়ে এখনো শঙ্কা আছে।
Discussion about this post