ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দক্ষিণ আফ্রিকার মাটিতে আর কয়েকদিন পরই বসবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। আইসিসির এ টুর্নামেন্টে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল।
আগামী ১৭ জানুয়ারি শুরু হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। সব কিছু ঠিক থাকলে আগামী ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বেন শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল। আইসিসি তাদের ইভেন্টে এবারই প্রথম রাখছে বাংলাদেশের কোনো আম্পায়ার।
আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুলের। ৪৩ বছর বয়সী সৈকতের প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ারিংয়ের অভিষেক ২০০৭ সালে। ৪৪ বছর বয়সী মুকুলের যাত্রা ২০০০ সালের ২২ নভেম্বর।
এবারের যুব বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড।
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ১৮ জানুয়ারি ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপে পথচলা শুরু করবে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী যুব টাইগাররা লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে। এদিকে ২৪ জানুয়ারি মুখোমুখি হবে পাকিস্তানের। তিনটি ম্যাচই হবে পচেফস্ট্রুমে।
Discussion about this post