ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেখতে দেখতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের ম্যাচ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তার আগে হয়ে গেছে ৩৪টি ম্যাচ। তাই সবার চোখে ধরা পড়েছে জাতীয় দলের ক্রিকেটারদের ভালো-মন্দ পারফরম্যান্স। চলুন পাঠকরা এক নজরে দেখে নেয় চলতি বিপিএলে তামিম ইকবাল-মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমানরা কেমন পারফরম্যান্স করছেন…
লিটন দাস
জাতীয় দলের অন্যদের তুলনায় খুব একটা খারাপ না করলেও খুব আহামরি কিছুও করছেন না লিটন দাস। এখন পর্যন্ত ১০ ম্যাচে মাত্র ১ হাফসেঞ্চুরিতে ৩২ গড়ে ২৯১ রান তুলেছেন। তবে স্ট্রাইক রেটটা একটু ভালো তাঁর। ১৩৯.২৩ স্ট্রাইক রেট তাঁর দল রাজশাহী রয়্যালসকে পাওয়ার প্লের সুবিধা নিতে দিচ্ছে।
মোহাম্মদ নাঈম
এবারের বিপিএলে দারুণ ব্যাট চালাচ্ছেন জাতীয় দলের তরুণ তুর্কি মোহাম্মদ নাঈম। এখন পর্যন্ত ১০ ম্যাচে ৩৩৮ রান করেছেন তিনি। এরমধ্যে ২টি দারুণ হাফসেঞ্চুরি রয়েছে তার। গড় ৩৭.৫৫।
সৌম্য সরকার
গেল ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজে নিজেকে তেমন মেলে ধরতে পারেননি সৌম্য সরকার। তাই এবারের বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে এ বাহাতি ব্যাট করছেন তিন বা চারে। তারপরও খুব একটা ছন্দে নেই তিনি। এখন পর্যন্ত ৯ ম্যাচে ৩৭.৭৫ গড়ে ১ হাফসেঞ্চুরিতে ২৪৬ রান তুলেছেন তিনি। বল হাতে নিয়েছেন ১১ উইকেট।
মোহাম্মদ মিথুন
সিলেট থান্ডারের হয়ে মোহাম্মদ মিথুন ভালোই করেছেন। ১১ ম্যাচে ৩৬.৭৭ গড়ে নিয়েছেন ৩৩১ রান। ২টি ফিফটিও আছে। কিন্তু দলের প্রয়োজন অনুযায়ী তাঁকে খেলতে দেখা গেছে কম। ১২৮.৭৯ স্ট্রাইকরেট অবশ্য বাংলাদেশের মিডল অর্ডার বিবেচনায় ভালোই।
মুশফিকুর রহিম
চলতি বিপিএলে দারুণ খেলছেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত ৯ ম্যাচে ৩০৯ রান করেছেন সেটাও ৫১.৫ গড়ে। ১৪১.০৯ স্ট্রাইকরেট নিয়েও পেয়েছেন তিনটি ফিফটি। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট করছেন প্রতি ম্যাচেই। এই বিপিএলে জাতীয় দলের খেলোয়াড়দের মাঝে মুশফিকই সেরা।
মাহমুদউল্লাহ রিয়াদ
চোটের কারণে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে নিয়োমিত হতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ৩ ম্যাচ খেলতে পেরেছেন। তাতে এক ফিফটিসহ ৭৬ রান। বোলিংয়েও ৪.২৫ ইকোনমিতে ১ উইকেট পেয়েছেন।
আফিফ হোসেন
রাজশাহী রয়্যালসের হয়ে ওপেন করতে নেমে আফিফ হোসেন ভালোয় খেলছেন। এখন পর্যন্ত ১০ ম্যাচে ৩০৬ রান করেছেন তিনি। একটি হাফসেঞ্চুরিতে ৩৪ গড়ে এ রান তুলেছেন এ বাঁমহাতি।
মোস্তাফিজুর রহমান
শুরুটা ভালো না হলেও বিপিএলে ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন মোস্তাফিজুর রহমান। ১০ ম্যাচে ১৫.৪৩ গড়ে ১৬ উইকেট পেয়েছেন এ বাঁহাতি। ৬.৭৬ ইকোনমিও প্রশংসাযোগ্য।
আল আমিন হোসেন
তিন বছর পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত বল করেছিলেন আল আমিন। বিপিএলে অবশ্য ম্লান এই পেসার। ৯ ম্যাচে ১০ উইকেট পেয়েছেন। ৩১.২ গড়ের চেয়ে দুশ্চিন্তা উদ্রেক করছে আল আমিনের ইকোনমি। ওভারপ্রতি ৯.৫ রান দিচ্ছেন এই পেসার।
তামিম ইকবাল
চোটের কারণে বিপিএলে বেশ কিছু ম্যাচ খেলা হয়নি তামিম ইকবালের। ৮ ম্যাচে ৩১৮ রান আর ৩ হাফসেঞ্চুরিতে বলছে রান পেতে কষ্ট হচ্ছে না তার। ১৫.২১ স্ট্রাইকরেট টি-টোয়েন্টির ওপেনারের সঙ্গে একদম মানানসই নয়।
Discussion about this post