ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অধিনায়ককে ছাড়াই মাঠে নেমে বেশ দাপট দেখাল রাজশাহী রয়্যালস। আন্দ্রে রাসেল মাঠে নামতে পারলেন না চোখের সমস্যায়। ভারপ্রাপ্ত অধিনায়ক শোয়েব মালিক ব্যাটে-বলে দেখালেন দাপট। তার পথ ধরেই দল পেয়েছে ৩০ রানের অনায়াস জয়।
বঙ্গবন্ধু বিপিএলে নয় ম্যাচে ষষ্ঠ জয়ে রাজশাহী উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে। ৯ ম্যাচ খেলে ৬টিতেই হারল রংপুর।
এই সাফল্যে শেষ চারের খেলার সুবাস পেতে শুরু করল রাজশাহী রয়ালস। বঙ্গবন্ধু বিপিএলে সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান তুলে রাজশাহী রয়্যালস। ১৭৯ রান তাড়ায় রংপুর আটকে যায় ১৩০ রানে।
রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন ফের ব্যর্থ। অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটার এবার করেন মাত্র ২ রান। প্রথম ম্যাচে ১০ বলে ৫ রান। পরের ম্যাচে ৬ বল খেলে করলেন ১। কিছুতেই নিজেকে খুঁজে পাচ্ছেন না তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ১৭ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে রাজশাহীকে উড়ন্ত সূচনা করেন আফিফ হোসেন। শেষে ২৯ বলে অপরাজিত ৫০ রান করেন রবি বোপারা। তার ব্যাটেই দল পায় বড় পুঁজি। এরপর বোলাররাও দক্ষতার পরিচয় দিলেন। দল পেলো অনায়াস জয়!
ইনিংসের প্রথম ওভারেই আরাফাত সানির বলে ছক্কা দিয়ে শুরু করেন আফিফ। সঙ্গে লিটন দাসও ছিলেন মারকুটে। তার পথ ধরে ৪ ওভারে আসে ৪৮ রান। ১৫ বলে ১৯ রান করে ফিরেন লিটন। জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। ৪ ছক্কা ও ২ চারে ৩২ রান করেন আফিফ। ইরফান শুক্কুর ২০ বলে করেন ২০। ভারপ্রাপ্ত অধিনায়ক শোয়েব মালিক ৩১ বলে ৩৭।
বোপারা ও মোহাম্মদ নওয়াজের জুটি শেষ ৫ ওভারে তুলেন ৬০ রান। নওয়াজ অপরাজিত ৯ বলে ১৫ রানে। বোপারা করেন ফিফটি। মুস্তাফিজ প্রথম ৩ ওভারে ১৯ রানে নেন ২ উইকেট। শেষ ওভারে হজম করেন ২২ রান। তবে ম্যাচের সেরা হয়েছেন রবি বোপারা।
সংক্ষিপ্ত স্কোর-
রাজশাহী রয়্যালস: ২০ ওভারে ১৭৯/৪ (লিটন ১৯, আফিফ ৩২, মালিক ৩৭, শুক্কুর ২০, বোপারা ৫০*, নওয়াজ ১৫*; সানি ৪-০-৪৫-১, মুস্তাফিজ ৪-০-৪১-২, তাসকিন ৪-০-৩৬-০, নবি ৪-০-২৬-১, দেলপোর্ত ২-০-১১-০, অ্যাবেল ২-০-১৮-০)।
রংপুর রেঞ্জার্স : ২০ ওভারে ১৪৯/৭ (নাঈম ২৭, ওয়াটসন ২, দেলপোর্ত ১৪, অ্যাবেল ২৯, ফজলে মাহমুদ ৩৪, নবি ৫, আল আমিন ১৮, জহুরুল ; নওয়াজ ৪-০-২১-২, ইরফান ৪-০-২৩-১, মালিক ৪-০-২৭-২, আফিফ ২-০-১৬-০, আবু জায়েদ ২-০-১৭-০, বোপারা ১-০-১০-০, কামরুল রাব্বি ৩-০-৩২-২)।
ফল: রাজশাহী রয়্যালস ৩০ রানে জয়ী
ম্যাচসেরা: রবি বোপারা
Discussion about this post