ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাকিব আল হাসানের ক্যারিয়ারের সাফল্যে যুগ হচ্ছে আরও কিছু নতুন অধ্যায়। কিছুদিন আগেই ক্রিকেট বাইবেল বলে পরিচিত উইজডেনের দশক সেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন তিনি। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়াও সম্মানিত করেছে তাকে। এবার ইএসপিএন-ক্রিকইনফোর দশক সেরা ওয়ানডে ক্রিকেটারের তালিকায় থাকলেন সাকিব।
গত ১০ বছরের ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের দশক সেরা একাদশ নির্বাচন করলো ক্রিকইনফো। যেখানে শুধুমাত্র ওয়ানডেতেই আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। বাকি দুই ফরম্যাটে সাকিব ছাড়াও নেই অন্য কোনো টাইগার ক্রিকেটার।
দলে একমাত্র অলরাউন্ডার হিসেবে ক্রিকইনফো দলে রেখেছে সাকিবকে। গত এক দশকে ৪২৭৬ রান এসেছে তার ব্যাটে। নিয়েছেন ১৭৭ উইকেট।
ক্রিকইনফোর দশক সেরা টেস্ট একাদশ-
১. অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) – ৮৮১৮ রান
২. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ৬৯৪৭ রান
৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) – ৬৩২২ রান
৪. বিরাট কোহলি (অধিনায়ক, ভারত) – ৭২০২ রান
৫. স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) – ৭০১৩ রান
৬. বেন স্টোকস (ইংল্যান্ড) – ৩৭৩৮ রান ও ১৩৭ উইকেট
৭. এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক, দক্ষিণ আফ্রিকা) – ৫০৫৯ রান, ৮০ ক্যাচ ও ৪ স্ট্যাম্পিং
৮. রবিচন্দ্রন অশ্বিন (ভারত) – ৩৬২ উইকেট
৯. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) – ৪২৭ উইকেট
১০. ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা) – ২৬৭ উইকেট
১১. রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) – ৩৬৩ উইকেট
ক্রিকইনফোর দশক সেরা ওয়ানডে একাদশ
১. হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) – ৭২৬৫ রান
২. রোহিত শর্মা (ভারত) – ৭৯৯১ রান
৩. বিরাট কোহলি (ভারত) – ১১০৩৬ রান
৪. এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) – ৬৪৮৫ রান
৫. রস টেলর (নিউজিল্যান্ড) – ৬৪২৮ রান
৬. মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক, ভারত) – ৫৬৪০ রান, ১৭০ ক্যাচ ও ৭২ স্ট্যাম্পিং
৭. সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৪২৭৬ রান ও ১৭৭ উইকেট
৮. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) – ১৬৪ উইকেট
৯. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) – ১৭২ উইকেট
১০. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) – ২৪৮ উইকেট
১১. ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) – ১৭৩ উইকেট
ক্রিকইনফোর দশকসেরা টি-টুয়েন্টি একাদশ
১. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) – ১২২৮৯ রান
২. সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ) – ২২৪১ রান ও ৩৭৯ উইকেট
৩. বিরাট কোহলি (ভারত) – ৮০০০ রান
৪. এ বি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) – ৭১৬৩ রান
৫. মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক, ভারত) – ৫৩৯৬ রান, ১৫৪ ক্যাচ ও ৭৭ স্ট্যাম্পিং
৬. কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) – ৯৪২৫ রান, ২৬৭ ক্যাচ
৭. আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) – ৫০৬৫ রান ও ২৭৬ উইকেট
৮. ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) – ৪৪০ উইকেট
৯. রশিদ খান (আফগানিস্তান) – ২৭২ উইকেট
১০. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) – ৩৩৫ উইকেট
১১. জাসপ্রিত বুমরাহ (ভারত) – ১৭৪ উইকেট
Discussion about this post