ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাতৃত্বের স্বাদ নিয়েছেন তিনি। সরে দাঁড়িয়েছিলেন টেনিস থেকে। তবে সব পেছনে ফেলে আবারও ফিরছেন প্রিয় অঙ্গনে। দুই বছর আগে শেষবার পেশাদার সার্কিটে দেখা গেছে সানিয়া মির্জাকে। সেই বিরতি শেষে ফেড কাপে দেখা যাবে এই ভারতীয় তারকাকে।
ফেড কাপ টেনিসের জন্য পাঁচ সদস্যের দল ঘোষণা করল ভারত। যেখানে আছেন গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা। ফেড কাপ সব শেষ তাকে দেখা যায় ২০১৬ সালে।
মাতৃত্বের স্বাদ নিতে টেনিস থেকে সাময়িক অবসরে যাওয়ার আগে ক্যারিয়ারে ডাবলস আর মিক্সড ডাবলস মিলিয়ে মোট ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জিতেন সানিয়া। সুইস কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে জিতেছেন ঐতিহ্যশালী ডব্লিউটিএ ট্যুর ফাইনালসের খেতাব। উঠে যান শীর্ষে। এবার হবার্ট ইন্টারন্যাশনালে বিশ্বের ৩৮ নম্বর তারকা নাদিয়া কিচেনকের বিপক্ষে ম্যাচ দিয়ে কোর্টে ফিরবেন সানিয়া।
সন্তান জন্মের পরই সানিয়া জানান-মা হয়ে ছেলের সামনে নজির রাখতে চান। তাই ফিরতে চান টেনিস সার্কিটে। সেই কথাটাই রাখছেন তিনি।
Discussion about this post