ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দীর্ঘ দশ বছর পর টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তান। এমন প্রত্যাবর্তন মনে রাখার মতো করে রাখল তারা। শ্রীলঙ্কার বিপক্ষে করাচিতে তুলে নেয় দুর্দান্ত এক জয়। সোমবার টেস্টের শেষ দিনে জিততে পাকিস্তানের লেগেছে মাত্র ১৬ বল। ২৬৩ রানের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা। একই সঙ্গে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নেয় আজহার আলির দল।
এ ম্যাচে সবচেয়ে কম বয়সী পেসার হিসেবে অভিষেকে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন পেসার নাসিম শাহ। ১৬ বছর ২৭৯ দিনে তার মাথায় উঠে টেস্ট ক্যাপ।
সেই ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলায় পাকিস্তানে বন্ধ হয়ে গিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট। এই সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তানে।
দিনের তৃতীয় ওভারে বিশ্ব ফার্নান্দোকে এলবিডব্লিউ করে সফরকারীদের অলআউট করেন ১৬ বছর বয়সী নাসিম। সবচেয়ে কম বয়সী পেসার হিসেবে টেস্টে ৫ উইকেট পাওয়ার রেকর্ডটা এত দিন ছিল তারই স্বদেশি মোহাম্মদ আমিরের। এবার সেই অর্জন যোগ হল তার নামের পাশে।
মেলবোর্নে আমির অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন মাত্র ১৭ বছর ২৫৭ দিনে।
বোলারদের তালিকায় নাসিম অবশ্য রয়েছেন দুই নম্বরে। পাকিস্তানের স্পিনার নাসিম-উল-গনি ১৬ বছর ৩০৩ দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন। সেটা ১৯৫৮ রানে। আজও সেই রেকর্ড ভাঙতে পারেনি কেউ।
বোলারদের তালিকায় সেরা পাঁচে রয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটারও। স্পিনার নাঈম হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট তুলেন ১৭ বছর ৩৫৫ দিনে। এনামুল হক জুনিয়র জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ উইকেট পান ১৮ বছর ৩২ দিনে।
তবে প্রথম পাকিস্তানি হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়া আবিদ আলি হন ম্যাচ আর সিরিজ সেরা।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ১৯১/১০
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৭১/১০
পাকিস্তান ২য় ইনিংস: ১৩১ ওভারে ৫৫৫/৩ ইনিংস ঘোষণা
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৬২.৫ ওভারে ২১২ (করুনারত্নে ১৬, ফার্নান্দো ১০২, কুসল ০, ম্যাথিউস ১৯, চান্দিমাল ২, ধনাঞ্জয়া ০, ডিকভেলা ৬৫, দিলরুয়ান ৫, এম্বুলদেনিয়া ০, বিশ্ব ০, কুমারা ০*; শাহিন ১৪-৩-৫১-১, আব্বাস ১২-২-৩৩-১, নাসিম ১২.৫-৪-৩১-৫, ইয়াসির ২০-২৩-৮৪-২, হারিস ৪-০-১০-১)
ফল: পাকিস্তান ২৬৩ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজ পাকিস্তান ১-০তে জয়ী
ম্যাচসেরা: আবিদ আলি
সিরিজসেরা: আবিদ আলি
Discussion about this post