ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বছরে খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায় না বাংলাদেশ। তারপরও যেগুলো পায় তার মাধ্যমে ব্যাট-বল হাতে নিজেদের মেলে ধরার চেষ্ট করে টাইগাররা। তবে তাদেরে মধ্যে বরাবরই অন্যতম সেরা মুশফিকুর রহিম। গত এক দশকে সাদা পোশাকের ক্রিকেটে তার ব্যাট কিন্তু সে কথায় বলছে। যে কারণে এ ডানহাতি অস্ট্রেলিয়ার বিখ্যাত ফক্স স্পোর্টসের গত এক দশকের (২০১০-২০১৯) সেরা টেস্ট দলে(একাদশ) জায়গা করে নিয়েছেন। সেখানে তিনি সঙ্গী হিসেবে পেয়েছেন কুমার সাঙ্গাকারা, অ্যালেস্টার কুকদের মতো সাবেক তারকাদের।
২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মুশফিক খেলেছেন ৫৩ টেস্ট। ৩৮.৮০ গড়ে ৩৫৩১ রান করেছেন এ ডানহাতি। যার মধ্যে উইকেটরক্ষক হিসাবে খেলা ম্যাচে রান তার ২৮৬০ (গড় ৪০.৮৫)। সব মিলিয়ে রয়েছে ৬ সেঞ্চুরি। উইকেটরক্ষক হিসাবে তাকে দশকের সেরা একাদশে রাখাকে কন্ট্রোভার্শাল বলছে ফক্স ক্রিকেট।
ইংল্যান্ডের অ্যালিস্টার কুক ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এদিকে ফক্স স্পোর্টসের সেরা টেস্ট একাদশে ওপেনার হিসাবে জায়গা করে নিয়েছেন। গত দশকে ২৩ টেস্ট সেঞ্চুরি করা কুক ৪৬.৫১ গড়ে রান করেছেন ৮৮১৮। সেখানে তার সঙ্গী অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের। ৪৮.৩৩ গড়ে তিনি রান করেছেন ৭০০৯। তার সেঞ্চুরি সংখ্যা ২৩ টি। এদিকে তিনে রয়েছেন কুমার সাঙ্গাকারা। তিনি মাত্র ৪৬ ম্যাচে, ১৭ সেঞ্চুরিতে ৬১.৪০ গড়েছেন ৪৮৫১ রান। এবি ডি ভিলিয়ার্সও আছেন একাদশে। ঐ সময়ে এ মারকুটে সাদা পোশাকের ক্রিকেটে করেছেন ৫৭.৪৮ গড়ে ৫০৫৯ রান। তার সেঞ্চুরি রয়েছে ১৩ টি।
এদিকে গত এক দশকে স্টিভ স্মিথ করেছেন ২৬ টি সেঞ্চুরি। ৬৩.১৪ গড়ে রান করেছেন ৭০৭২। স্মিথের চেয়ে ১ টি সেঞ্চুরি বেশি করা বিরাট কোহলিও আছেন একাদশে। এই সময়ে ৫৪.৯৭ গড়ে এ ডানহাতি রান করেছেন ৭২০২। এদিকে স্পিনার হিসাবে একাদশে আছেন রবিচন্দ্রন অশ্বিন। এই দশকে ২৭ বার ইনিংসে ৫ উইকেট নেওয়া অশ্বিন নিয়েছেন ৩৬২ উইকেট। ১৫ বার ইনিংসে ৫ উইকেট নেওয়া ডেল স্টেইন (২৬৭ উইকেট), ২০ বার পাঁচ উইকেট নেওয়া জিমি অ্যান্ডারসন (৪২৭ উইকেট) ও ১৮৩ উইকেট পাওয়া কাগিসো রাবাদাও আছেন একাদশে।
সেরা টেস্ট একাদশ-
অ্যালিস্টার কুক (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), ভিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), মুশফিকুর রহিম (বাংলাদেশ), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড) ও কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।
দ্বাদশ খেলোয়াড়- কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)।
Discussion about this post