ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু বিপিএলে প্রথম দফায় শেষ হয়েছে ঢাকা পর্বের খেলা। এবার ২০ ওভারের এই টুর্নামেন্টের লড়াই জমবে চট্টগ্রামে। তার আগে পয়েন্ট শীর্ষে রাজশাহী রয়াল্যাস। তাদের সঙ্গে সমান ৪ পয়েন্ট ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।
কোন ম্যাচ না জিতে সাত দলের মধ্যে তলানিতে সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স।
আগামী ১৭ ডিসেম্বর খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের মধ্যেকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএলের চট্টগ্রাম পর্ব। একই দিন পরের ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার।
১৮ ডিসেম্বর কুমিল্লা ওয়ারিয়র্স মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্সের। এদিকে পরের ম্যাচের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ ঢাকা প্লাটুন।
চলুন দেখে নেই পয়েন্ট তালিকা
দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট |
রাজশাহী রয়্যালস | ২ | ২ | ০ | ৪ |
ঢাকা প্লাটুন | ৩ | ২ | ১ | ৪ |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ৩ | ২ | ১ | ৪ |
খুলনা টাইগার্স | ১ | ১ | ০ | ২ |
কুমিল্লা ওয়ারিয়র্স | ২ | ১ | ১ | ১ |
সিলেট থান্ডার | ৩ | ০ | ৩ | ০ |
রংপুর রেঞ্জার্স | ২ | ০ | ২ | ০ |
Discussion about this post