ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জয়ের ছন্দে উড়ছে ঢাকা প্লাটুন। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। ব্যাটে-বলে দারুণ দাপট দেখিয়ে দল পেল আরেকটি সাফল্য। আর সিলেট থান্ডার বঙ্গবন্ধু বিপিএলে টানা তৃতীয় হারের মুখ দেখল।
শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে ২৪ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।
রাতের আলোয় ব্যাট করতে নেমে ঢাকা ২০ ওভারে সংগ্রহ করে ১৮২ রান। জবাবে নেমে ৭ উইকেটে ১৫৮ রানে আটকে যায় সিলেট।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবাল ও এনামুল হক বিজয় পাওয়ার প্লেতে করেন ৪৪ রান। তামিম ফিরলে ভাঙে ৮৫ রানের উদ্বোধনী জুটি। আগের ম্যাচে ফিফটি করা তামিমের ব্যাটে এবার ২৮ বলে ৩১ রান।
৩৩ বলে ফিফটি তুলে নেন এনামুল। টি-টোয়েন্টিতে এটি তার দশম ফিফটি। শেষ অব্দি ৪২ বলে ৬২ রান তুলে ফেরেন তিনি। জাকের আলী ১২ বলে ২০। লরি ইভান্স ২১ বলে ২১। ১১ বলে ২২ রানে অপরাজিত থিসারা পেরেরা। ওয়াহাব রিয়াজ ৭ বলে অপরাজিত ১৭। শেষ ৫ ওভারে দল তুলে ৬৪ রান।
এরপর জবাবে নেমে কিছুই করতে পারেনি সিলেট। ৬১ রানে ৬ উইকেট হারিয়ে দল যখন চাপে তখন একাই লড়েন মোসাদ্দেক হোসেন। অধিনায়ক অপরাজিত থাকেন ৬০ রানে। টি-টুয়েন্টিতে গড়েন নিজের সেরা স্কোর। এর আগের সেরা অপরাজিত ৫৯।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা প্লাটুন: ২০ ওভারে ১৮২/৪ (তামিম ৩১, এনামুল ৬২, ইভান্স ২২, জাকের ২০, থিসারা ২২*, ওয়াহাব ১৭*; নাঈম ৪-০-৩৬-১, সান্টোকি ৪-০-৩৬-০, ইবাদত ৪-০-৪০-১, নাজমুল ২-০-২৬-০, মোসাদ্দেক ৩-০-১৬-১, দেলোয়ার ৩-০-২৮-১)।
সিলেট থান্ডার: ২০ ওভারে ১৫৮/৭ (রনি ১৪, ফ্লেচার ১০, চার্লস ১৯, মিঠুন ৮, শফিকউল্লাহ ২, মোসাদ্দেক ৬০, নাঈম ১০, দেলোয়ার ১৭, সান্টোকি ৬*; মাশরাফি ৪-০-২৯-২, হাসান ৪-০-২৪-২, থিসারা ২-০-৩১-০, ওয়াহাব ৪-০-৩২-১, শাদাব ৪-০-২৮-০, মেহেদি ২-০-৯-০)
ফল: ঢাকা ২৪ রানে জয়ী
ম্যাচসেরা: এনামুল হক বিজয়
Discussion about this post