ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরি কাটিয়ে ফিরেই দারুণ এক জয় পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অনায়াসেই হারাল রংপুর রেঞ্জার্সকে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবারের ৬ উইকেটে জয় পায় বন্দরনগরীর দলটি।
সামনে ছিল ১৫৮ রানের লক্ষ্য। জবাব দিতে নেমে ১০ বল বাকি থাকতেই দল পা রাখে জয়ের বন্দরে।
ম্যাচে ২৬ বলে তিন ছক্কা ও ছয় চারে পঞ্চাশ স্পর্শ মোহাম্মদ নাঈম। কিন্তু এরপরের ২৮ বলে এক-দুই নিয়ে তুলেন ২৬ রান। ৫৪ বলে ছয় চার ও তিন ছক্কায় করেন ৭৮ রান। এরপর চাডউইক ওয়ালটন ও ইমরুল কায়েসের দাপটে বঙ্গবন্ধু বিপিএলে দ্বিতীয় জয় তুলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আউট মোহাম্মদ শাহজাদ। তবে এরপরই নাঈমের দৃঢ়তায় এগিয়ে যায় রংপুর। পাওয়ার প্লের ৬ ওভারে ১ম উইকেট হারিয়ে করে ৫৭ রান। ১০ ওভার শেষে রংপুরের স্কোর ছিল ২ উইকেটে ৮২। কিন্তু এরপর পথ হারায় তারা। অধিনায়ক মোহাম্মদ নবির ১২ বলে করেন ২১ রান।
জবাবে নেমে আভিশকা ফার্নান্দো ও ওয়ালটন দারুণ লড়েছেন। ৬৮ রানের জুটি গড়েন তারা। আভিশকা ২৩ বলে তিন ছক্কা ও দুই চারে ৩৭। ওয়ালটন ৩২ বলে করেন ফিফটি। শেষ অব্দি ৩৪ বলে তিন ছক্কা ও চারটি চারে ফিরেন ৫০ রানে
মাহমুদউল্লাহ এক ছক্কায় করেন ১৬ বলে ১৫ রান। আর শেষটাতে ইমরুল ৩৩ বলে তিন চার ও দুই ছক্কায় ৪৪ রান তুলে দলকে এনে দেন জয়।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রেঞ্জার্স: ২০ ওভারে ১৫৭/৮ (শাহজাদ ৯, নাঈম ৭৮, অ্যাবেল ১০, জহুরুল ৬, নবি ২১, গ্রেগরি ১১, নাদিফ ২, রিশাদ ১, সানি ৩*, তাসকিন ১১* রানা ৪-০-৩৩-১, রুবেল ৪-০-৩২-১, উইলিয়ামস ৪-০-৩৫-২, নাসির ১-০-১৩-০, বার্ল ৩-০-২৪-১, মাহমুদউল্লাহ ৪-০-১৭-১)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৮.২ ওভারে ১৫৮/৪ (ওয়ালটন ৫০, অভিশকা ৩৭, ইমরুল ৪৪*, মাহমুদউল্লাহ ১৫, নাসির ৩, বার্ল ১*; সানি ৩-০-২৪-০, নবি ৪-৩০-১, মুস্তাফিজ ৩.২-০-২১-০, রিশাদ ২-০-২৯-০, গ্রেগরি ৪-০-২৭-২, তাসকিন ১-০-১৪-০, অ্যাবেল ১-০-১১-০)
ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ নাঈম
Discussion about this post