ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইংল্যান্ড বিশ্বকাপের পরই সরে দাঁড়িয়েছিলেন তিনি। এরপর সময় কেটেছে রাজনীতিতেই। সঙ্গে ইনজুরিটাও ভুগিয়েছে তাকে। তবে এবার সব সরিয়ে ক্রিকেটে ফিরলেন মাশরাফি বিন মর্তুজা। বঙ্গবন্ধু বিপিএলে বৃহস্পতিবার লড়াই করলেন এই তারকা ক্রিকেটার। জুলাইয়ের প্রথম সপ্তাহ পর থেকে ছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফিরলেন। চোট কাটিয়ে এখন ফিট মাশরাফি।
বৃহস্পতিবার রাজশাহী রয়্যালসের বিপক্ষে ম্যাচে ঢাকা প্লাটুনের হয়ে টস করেন নড়াই এক্সপ্রেস। এই ম্যাচ দিয়ে ৫ মাসেরও বেশি সময় পর ক্রিকেটে ফেরেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
তবে ফেরাটা মনের মতো হল না। বিপিএলে শুরুতেই হেরেছে তার দল। টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনকে ৯ উইকেটে হারাল রাজশাহী রয়্যালস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার ঢাকাকে ১৩৪ রানে থামিয়ে রাজশাহী জিতে ১০ বল বাকি রেখে, অনায়াসে।
তবে মাশরাফির ফেরাটাই বড় ঘটনা। রাজনীতিতে নাম লেখালেও খেলা ছাড়েন নি ম্যাশ। অবশ্য ইনজুরিওএই পেসারকে বেশ ভোগাচ্ছে। গত বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট নিয়েই খেলেন বিশ্বকাপ। এ কারণে বোলিংয়ে সাফল্য পান নি মাশরাফি। বিশ্বকাপের পর নতুন করে ফের চোট পান হ্যামস্ট্রিংয়ে। এ কারণে দেখা যায়নি শ্রীলঙ্কা সফরে।
তারপর গোপনেই চলেছে পুনর্বাসন প্রক্রিয়া। মাঝে তার ওজন বেড়ে দাঁড়িয়েছিল ৯৪ কেজি। এরপরই নিজেকে সামলে নেন। এই সময়টাতে ডায়েট করে কমিয়েছেন ওজন। হ্যামস্ট্রিংয়ের চোট শেষে সময় কাটালেন জিমে। বিপিএলকে সামনে রেখে নভেম্বরের প্রথম সপ্তাহে ফিটনেস ট্রেনিংয়ে দেখা যায় তাকে।কিন্তু বোলিং করতে গিয়ে ব্যথা পান কোমরে।
সেই ধাক্কা পুরোপুরি সামলে উঠতে পারেন নি। তারপরও আছেন মাঠে। তার নেতৃত্বে খেলছে ঢাকা। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক আছেন পঞ্চম শিরোপা জয়ের মিশনে!
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা প্লাটুন: ২০ ওভারে ১৩৪/৯ (তামিম ৫, এনামুল ৩৮, ইভান্স ১৩, জাকের ২১, থিসারা ১, আরিফুল ৫, আফ্রিদি ০, মেহেদি ৬, ওয়াহাব ১৯, মাশরাফি ১৮*, হাসান; রাসেল ৩-০-৮-০, আবু জায়েদ ৪-০-৪৩-২, তাইজুল ৩-০-২৩-১, ফরহাদ ২-০-১৪-১, অলক ৪-০-১৮-১, মিনহাজুল আফ্রিদি ১-০-১২-০, বোপারা ৩-০-১৫-১)।
রাজশাহী রয়্যালস: (জাজাই ৫৬*, লিটন ৩৯, মালিক ৩৬*; মাশরাফি ৩-০-১৮-০, হাসান ৪-০-৩৫-০, মেহেদি ৪-০-২৩-১, ওয়াহাব ৩.২-০-২৬-০, আফ্রিদি ৩-০-২৫-০, থিসারা ১-০-৬-০ )।
ফল: রাজশাহ রয়্যালস ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রবি বোপারা
Discussion about this post