ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেকদিন ধরেই নিজেকে ঠিক মেলে ধরতে পারছেন না মোস্তাফিজুর রহমান। সদ্য শেষ হওয়া ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজেও সেই চিত্রই দেখা গেছে। যে কারণে এ বাঁহাতি প্রতিবেশি দেশটির বিপক্ষে টেস্ট খেলতে পারেননি। তাই দেশে ফিরেই তিনি যোগ দিয়েছেন এইচপি’র শ্রীলঙ্কান পেস বোলিং কোচ চম্পকা রামানায়েকের ক্লাসে। বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনেকটা সময় নিজের ছন্দে ফেরানোর মিশনে হাত ঘোরান তিনি।
ভারতের বিপক্ষে শেষ টেস্ট দু’দিন আগে শেষ হওয়ায় অনেকটা চুপিসরে দেশে ফেরেন মোস্তাফিজ। তবে বিশ্রামে থাকার সময় পাননি তিনি। বুধবার মিরপুরে আসেন এ বাঁহাতি। নিজেকে কক্ষপথে ফেরাতে এ পেসার শরণাপন্ন হন চম্পকা রামানায়েকের। নেটে বেশ কিছুক্ষণ তাকে পর্যবেক্ষন করার পর শ্রীলঙ্কার সাবেক পেস বোলিং কোচ বলেন, ‘মোস্তাফিজ এসেছে এবং আমার সঙ্গে কাজ করতে চেয়েছে। তাকে সাহায্য করেছি। সে বল করতে চেয়েছে এবং আমি বলেছি আসো, আমাদেরকেই (এইচপি দল) বোলিং করো।’
মোস্তাফিজ লেংথ বোলিংটাই করছে পারছেন না। সেটা নিয়েই কাজ করছেন তিনি। রামানায়েকে এ ব্যাপারে বলেন, ‘সে ছন্দে ফিরতে কাজ করছে। আমার মনে হয় সমস্যাটা হচ্ছে সে সঠিক লেংথে বল করতে পারছে না। এটা বুঝছে এবং এটা নিয়েই কাজ করছে। যেকেউই খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে পারে। যে তাড়াতাড়ি নিজের সমস্যা বুঝতে পারবে, সেই দ্রুত ঘুরে দাঁড়াবে।’
মোস্তাফিজ দ্রুত ঘুরে দাঁড়াবে। এমনটাই আশা রামানায়েকের, ‘আমি ওর সঙ্গে কাজ করিনি। যে কারণে জানি না কাটারে ধার কমেছে কেন। আমি নিশ্চিত সে ঘুরে দাঁড়াবে। কারণ ওর হাতে এখনো অনেক সময় আছে। স্কিল লেভেলে সে শতভাগ দিতে পারছে না। আমি নিশ্চিত যে সে এটা (কাটার) নিয়ে কাজ করছে।’
Discussion about this post