ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল শনিবারই। তারপরও ইডেন টেস্টের তৃতীয় দিনে কেবল দেখার ছিল, বাংলাদেশ ইনিংস পরাজয় এড়াতে পারে কিনা। কিন্তু পারেনি টিম টাইগার্স। তৃতীয় দিনের শুরুর ৪৭ মিনিটেই গুটিয়ে গেছে সফরকারীরা। এর সঙ্গে সঙ্গে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মুমিনুল হকের দল হেরেছে ইনিংস ও ৪৬ রানে। এরআগে ইন্দোর টেস্টে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহরা হেরেছিল ইনিংস ও ১৩০ রানে। এরফলে ২-০তে টেস্ট সিরিজ জিতল ভারত।
শনিবার বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে আটকে যায় ১৯৫ রানে। আগের দিন চোট নিয়ে ফেরা মাহমুদউল্লাহ মাঠেই নামতে পারেননি!
ইনিংস পরাজয় এড়াতে শনিবার বাংলাদেশের প্রয়োজন আরও ৯০ রান। কিন্তু গতকালের দলীয় স্কোরের সঙ্গে এদিন আর মাত্র ৪৩ রান যোগ করেই গুটিয়ে গেল টিম টাইগার্স।
শনিবার মুশফিক নেমেছিলেন ৫৯ রান নিয়ে। অন্য প্রান্তে তার সঙ্গী হয়ে এসেছিলেন ইবাদত হোসেন। কিন্তু ইবাদত টিকতে পারেননি বেশিক্ষণ। উমেশ যাদবের শরীর তাক করে আসা বল পারেননি সামলাতে। ব্যাটের ওপরের দিকে ছোবল দিয়ে বল যায় স্লিপে বিরাট কোহলির হাতে।
ইবাদত ফিরলেও অন্য প্রান্তে মুশফিক আগ্রাসী খেলার চেষ্টা করছিলেন। সেই চেষ্টাতেই তার পথচলার সমাপ্তি ঘটে। বিদায় নেন উমেশ যাদবের বল উড়য়ে মারতে গিয়ে। ভারতীয় পেসারের অফ স্টাম্পের বাইরের লেংথ বলটি বেরিয়ে এসে উড়িয়ে মারতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু বল বলটি ছিল স্লোয়ার, মুশফিকের টাইমিং হয়নি ঠিকমতো। কাভারে ক্যাচ নেন রবীন্দ্র জাদেজা। তার আগে এ ডানহাতি করেন ৯৬ বলে ৭৪ রান।
মুশফিক আউট হওয়ার পর অপেক্ষা ছিল ম্যাচ শেষ হওয়ার। সময় বেশি লাগেনি। আল আমিনকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস শেষ করেন উমেশ যাদব। মাহমুদউল্লাহ নামেননি ব্যাটিংয়ে।
বাংলাদেশের শেষ উইকেটের জন্য অন্যরকম এক লড়াই ছিল ভারতের দুই পেসার ইশান্ত ও উমেশের। দুজনেরই ছিল ৪ উইকেট। শেষ পর্যন্ত ৫ উইকেট হয়েছে উমেশের। ইশান্ত থেমেছেন ইনিংসে ৪ ও ম্যাচে ৯ উইকেট নিয়ে।
এই নিয়ে টানা ৭ টেস্ট জিতল বিরাট কোহলির দল। নিজেদের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে প্রথমবার টানা ৭ ম্যাচে জিতল তারা। শুধু তা-ই নয় এ নিয়ে টানা চার ম্যাচে ইনিংস ব্যবধানে জিতল ভারত। নিজেদের রেকর্ড তো বটেই, টেস্ট ইতিহাসেই প্রথমবার এই কীর্তি গড়ল কোনো দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩০.৩ ওভারে ১০৬
ভারত ১ম ইনিংস: ৮৯.৪ ওভারে ৩৪৭/৯
বাংলাদেশ ২য় ইনিংস: ৪১.১ ওভারে ১৯৫ (আগের দিন ১৫২/৬) (সাদমান ০, ইমরুল ৫, মুমিনুল ০, মিঠুন ৬, মুশফিক ৭৪, মাহমুদউল্লাহ ৩৯ (আহত অবসর), মিরাজ ১৫, তাইজুল ১১, ইবাদত ০, আল আমিন ২১, আবু জায়েদ ২*; ইশান্ত ১৩-২-৫৬-৪, উমেশ ১৪.১-১-৫৩-৫, শামি ৮-০-৪২-০, অশ্বিন ৫-০-১৯-০, জাদেজা ১-০-৮-০)।
ফল: ইনিংস ও ৪৬ রানে জয়ী ভারত
সিরিজ : ভারত ২-০ ব্যবধানে জয়ী
ম্যাচ ও সিরিজ সেরা : ইশান্ত শর্মা
Discussion about this post