ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাট-বল হাতে আবারও জ্বলে উঠলেন সৌম্য সরকার। তার অলরাউন্ড নৈপুণ্যেই বৃহস্পতিবার আফগানিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার আফগানদের ২২৮ রানে আটকে রেখে বাংলাদেশে জিতেছে ৬১ বল বাকি রেখে।
বাংলাদেশের জয়ের নায়ক সৌম্য। বল হাতে ৩ উইকেট ও ব্যাটিংয়ে ৫৯ বলে ৬১ রান করেন। যে কারণে ম্যাচসেরাও হয়েছেন তিনি।
সেমি-ফাইনালে সৌম্য দৃশ্যপটে আসার আগেই বৃহস্পতিবার আফগানদের চেপে ধরেন হাসান মাহমুদ। উইকেট না পেলেও নতুন বলে বেশ ভালো করেছেন সুমন খান। দুই পেসার মিলে নাভিশ্বাস তুলে ছাড়েন আফগান ব্যাটসম্যানদের।টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশকে প্রথম ওভারেই উইকেট এনে দেন হাসান। ৬ ওভারের প্রথম স্পেলে উইকেট নেন তিনি আরও দুটি।
প্রথম পরিবর্তিত বোলার সৌম্যও যখন যোগ দেন উইকেট শিকারে, ১২ ওভার শেষে আফগানদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৩৬। পরে আফগানদের অধিনায়ক সামিউল্লাহ শিনওয়ারিকে নিয়ে এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন দারবিশ রাসুলি। জুটি যদিও খুব বড় হয়নি। শিনওয়ারিকে ১১ রানে থামান বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
আফগানদের বড় প্রতিরোধ গড়েন ওয়াহিদউল্লাহ শাফাকের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৬৭ রান যোগ করেন রাসুলি। সপ্তম উইকেটে তারিক স্টানিকজাইয়ের সঙ্গে জুটি ৮৬ রানের।
রাসুলি উইকেট আগলে রেখেছেন যেমন, আলগা বল পেলেই তেমনি উড়িয়েছেন চার ও ছক্কায়। ৮০ বলে ছুঁয়েছিলেন ফিফটি। পরের পঞ্চাশে লেগেছে ৪০ বল। শেষ ওভারে যখন আউট হলেন, ৭টি করে চার ও ছক্কায় তার নামের পাশে ১২৮ বলে ১১৪।
২৭ বলে ৩৩ করেন তারিক। শেষ ৫ ওভারে আফগানরা তোলে ৫২ রান।
নতুন বলে দুর্দান্ত বোলিং করলেও পুরানো বলে হাসান ও সুমন ভালো করতে পারেননি একদমই।
লক্ষ্য তাড়ায় মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার দারুণ করেন। তবে সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি নাঈম। তিন চারে ১৭ করে নাঈম বিদায় নিয়েছেন বেশ বাইরের বল পয়েন্টে ক্যাচ দিয়ে। তবে সৌম্য ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ছিল একই দাপট। দ্বিতীয় উইকেটে দুজন ১০৭ রানের জুটি গড়েন দারুণ সব শটের প্রদর্শনীতে। ৩টি করে চার ও ছক্কায় ৬১ করে সৌম্য ফেরেন লেগ স্পিনার আব্দুল ওয়াসির বলে বোল্ড হয়ে। অধিনায়ক শান্ত ৬৮ বলে ৫৯ করে ফেরেন ওয়াসির বলেই।
বাকি পথটুকু অনায়াসে পাড়ি দেন ইয়াসির আলি চৌধুরি রাব্বি ও আফিফ হোসেন। ৫৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন ইয়াসির, ৩৬ বলে অপরাজিত ৪৫ আফিফ।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ইমার্জিং : ৫০ ওভারে ২২৮/৯ (মালিক ১, শহিদউল্লাহ ৩, শওকত ১৩, রাসুলি ১১৪, মুনির ২, শিনওয়ারি ১১, শাফাক ৩৩, তারিক ৩৪, ওমরজাই ১*, ওয়াসি ০; হাসান ১০-২-৪৮-৩, সুমন ১০-০-৫৯-০, সৌম্য ১০-১-৫৮-৩, তানভির ১০-১-৩৩-২, মেহোদি ১০-১-২৯-২)।
বাংলাদেশ ইমার্জিং: ৩৯.৫ ওভারে ২২৯/৩ (নাঈম ১৭, সৌম্য ৬১, শান্ত ৫৯, ইয়াসির ৩৮*, আফিফ ৪৫*; ওয়াসি ২/৪৬, ওমরজাই ১/৪০)।
ফল: বাংলাদেশ ইমার্জিং দল ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সৌম্য সরকার
Discussion about this post