ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টেস্ট দলে ডাক পেয়েছিলেন সাইফ হাসান। এ ডানহাতি আশায় ছিলেন দ্রুতই দেশের সাদা জার্সিতে মাঠে নামবেন। যদিও ভারতের বিপক্ষে ইন্দোরে তার স্বপ্ন পূরণ হয়নি। তবে সেখানে দুই ওপেনার সাদমান-ইমরুল ব্যর্থ হওয়ার কারণে দ্বিতীয় টেস্টে সাইফ হাসানের অভিষিক্ত হওয়ার সুযোগ ছিল। কিন্তু ঐতিহাসিক দিনরাতের টেস্টের আগে চোট পড়েছেন তিনি। যে কারণে শুক্রবার তাকে পাচ্ছে না টিম বাংলাদেশ। বুধবার এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাইফ চোট পেয়েছিলেন ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে বিকল্প ফিল্ডার হিসেবে ফিল্ডিং করতে গিয়ে। গালিতে দাঁড়িয়ে চেতেশ্বর পূজারার ক্যাচ ধরতে গিয়ে ব্যথা পান ডান হাতের কনিষ্ঠায়। এরপর থেকেই বিশ্রামে ছিলেন। ভেবেছিলেন, অনুশীলন না করে আঙুলকে পূর্ণ বিশ্রাম দিলেই হয়তো কলকাতা টেস্টের আগেই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সেটা হয়ে ওঠেনি। ব্যথা এখনো আছে। তাই এখনই মাঠে নামা হচ্ছে না সাইফের। দলের ডাক্তাররাও তাঁকে কয়েক দিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
ইডেন টেস্টে সাইফের বিকল্প এখনো কেউকে ঠিক করেনি বিসিবি।
Discussion about this post