ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইন্দোরের যে উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা খাবি খেয়েছেন, ঠিক সেখানেই শুক্রবার ব্যাটে হাতে জ্বলে উঠলেন ভারতীয় ব্যাটসম্যানরা। স্পষ্ট করে বললে মায়াঙ্ক আগারওয়ালের নামই আসবে সবার আগে। কেননা এ ডানহাতি যে এদিন আবু জায়েদ রাহীর দুর্দান্ত পেস সামলে ছুটেছেন দুর্দান্ত। শুধু তাই-নয় ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন। তার সঙ্গে দারুণ দুটি জুটি গড়েন অজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজা। যে কারণে স্বাগতিকরা নিজেদের প্রথম ইনিংসে এরইমধ্যে উঠে গেছে রান পাহাড়ে। তাতে অবশ্য দিশেহারা হয়েছে টিম বাংলাদেশ।
হলকার স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেট ৪৯৩ রান। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের চেয়ে তারা এগিয়ে গেছে ৩৪৩ রানে। রবীন্দ্র জাদেজা ৬০ ও উমেশ যাদব ২৫ রানে ব্যাট করছেন।
শুক্রবার ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দ্রুত বাংলাদেশের দুটি উইকেট এনে আশা জাগিয়েছিলেন আবু জায়েদ রাহী। বদলি ফিল্ডার সাইফ হাসানের চমৎকার ক্যাচে ৭২ বলে ৯ চারে ৫৪ রান পূজারাকে ফেরান তিনি। এক ওভার পরই বিরাট কোহলিকে শূন্য রানে তিনি এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন। তীক্ষ্ণ বাঁক নিয়ে ভেতরে ঢোকা বল ব্যাটে খেলতে পারেননি ভারত অধিনায়ক। আম্পায়ার জোরালো আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন মুমিনুল হক। বল ট্র্যাকিংয়ে দেখা যায় বল লাগতো লেগ স্টাম্পে, ফিরে যান কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম বাংলাদেশের বিপক্ষে রানের খাতা খুলতে ব্যর্থ হন তিনি। পরে প্রথম সেশনের বাকি সময়টুকু কাটিয়ে দেন মায়াঙ্ক ও অজিঙ্কা রাহানে। তারা ৩০ ওভারে যোগ করেন ১১৫ রান।
লাঞ্চের পর মায়াঙ্ক ও অজিঙ্কা রান তোলেন ওয়ানডে স্টাইলে। শেষ পর্যন্ত তাদের দুইশ রানের পথে থাকা জুটি ভাঙেন সেই আবু জায়েদ। দ্বিতীয় নতুন বলে ফিরিয়ে দেন রাহানেকে। অফ স্টাম্পের বাইরের শর্ট বল মারার মতোই ছিল। তিনি ক্যাচ দেন ডিপ পয়েন্টে। ৯ চারে ৮৬ রান করে ফিরেন রাহানে। ক্যারিয়ারে প্রথমবারের মতো চার উইকেট নেন আবু জায়েদ। পরে জাদেজার সঙ্গে আরেকটি শতরানের জুটিতে দলকে এগিয়ে নেন মায়াঙ্ক। এরমধ্যেই মিরাজকে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন মায়াঙ্ক।
ডাবল সেঞ্চুরির পর ছক্কা হাঁকানোর নেশা আরও পেয়ে বসে মায়াঙ্কের। মিরাজকে উড়িয়ে টেস্টে ভারতের হয়ে নভজোৎ সিং সিধুর এক ইনিংসে সর্বোচ্চ ৮ ছক্কার রেকর্ড স্পর্শ করেন মায়াঙ্ক। পরের বলে আরেকটি ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়েন তিনি। ৩২ রানে ইমরুল কায়েসের হাতে জীবন পাওয়া মায়াঙ্ক ফিরেন ২৪৩ রান করে। তার ৩৩০ বলের ইনিংস গড়া ২৮ চার ও ৮ ছক্কায়।
মায়াঙ্ক ফিরে যাওয়ার পরপরই সাজঘরের পথ ধরেন ঋদ্ধিমান সাহা। এবাদতের স্টাম্পের বল লেগে ঘুরাতে গিয়ে ফিরে যান বোল্ড হয়ে। পরে ক্রিজে গিয়েই ঝড় তোলেন উমেশ, ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নেন জাদেজা। বাঁহাতি এই অলরাউন্ডারের ৭৬ বলের ইনিংস গড়া দুই ছক্কা ও ছয় চারে। উমেশ ১০ বলের ইনিংসে হাঁকিয়েছেন তিন ছক্কা ও এক চার। ১০৮ রানে ৪ উইকেট নিয়েছেন আবু জায়েদ। একটি করে উইকেট পেয়েছেন এবাদত ও মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০
ভারত ১ম ইনিংস: ১১৪ ওভারে ৪৯৩/৬ (আগের দিন ৮৬/১) (মায়াঙ্ক ২৪৩, রোহিত ৬, পুজারা ৫৪, কোহলি ০, রাহানে ৮৬, জাদেজা ৬০*, ঋদ্ধিমান ১২, উমেশ ২৫*; এবাদত ৩১-৫-১১৫-১, আবু জায়েদ ২৫-৩-১০৮-৪, তাইজুল ২৮-৪-১২০-০, মিরাজ ২৭-০-১২৫-১, মাহমুদউল্লাহ ৩-০-২৪-০)
Discussion about this post