ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় দলের হয়ে ভারতে টি-টোয়েন্টিতে দারুণ খেলেছেন মোহাম্মদ নাঈম হাসান। সৌম্য সরকারের ব্যাটেও ছিল রান। বৃহস্পতিবার ইমার্জিং এশিয়া কাপে এ দুই ব্যাটসম্যানই খেলেছেন দারুণ। তার পথ ধরে ইমার্জিং এশিয়া কাপে‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গতকাল হংকংকে ৯ উইকেটে হারিয়েছে সৌম্য-নাঈম-শান্তরা।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪নং মাঠে আগে বল হাতে ৫০ ওভারে ৯ উইকেট তুলে নিঢে ১৬৪ রানে হংকংকে থামিয়ে দেয় স্বাগতিকরা। জবাবে সৌম্য (৮৪*) ও নাঈম শেখের (৫২) ব্যাট ভর করে ২৪.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সৌম্য ও নাঈম দারুণ শুরু করেন। ওপেনিংয়ে তারা গড়েন ৯৪ রানের জুটি। এরপরই ৫২ বলে ৮ চারে ৫২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সৌম্য। তিনি ৭৪ বল খেলে ৯টি চার ও ৩ ছয়ে ৮৪ রানে অপরাজিত থাকেন। তার ২২ বলে ২ ছয়ে ২২ রানে অপরাজিত থাকেন শান্ত।
সুমন খানের বোলিং তোপে শুরু থেকেই হংকং ব্যাটসম্যানদের পরীক্ষা নেয় বাংলাদেশ। যে কারণে সফরকারীদের কোন ব্যাটসম্যান ছুঁতে পারেনি ৫০ রান। দলটির হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন হারুন আরশাদ। ২৫ রান করেন অধিনায়ক আইজাজ খান। ২৪টি রান আসে কিঞ্চিৎ শাহ’র ব্যাট থেকে। ১৪টি রান করেন ক্যামেরুন ম্যাক আশুলান।
সুমন খান ১০ ওভারে ৩৩ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২২ রান দিয়ে ২টি উইকেট নেন মেহেদী হাসান। ১টি করে উইকেট নেন মোহাম্মদ হাসান ও আফিফ হোসেন।
শনিবার নিজেদের পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
হংকং ইমার্জিং: ৫০ ওভারে ১৬৪/৯ (হারুন ৩৫, আইজাজ ২৫, কিঞ্চিত ২৪, ওয়াজিদ ১৭; হাসান ১০-৪-১৬-১, সুমন ১০-০-৩৩-৪, সৌম্য ১০-২-৩৬-০, মেহেদি ১০-১-২৩-২, আমিনুল ৩-০-৪-০, আফিফ ৭-০-৪১-১)
বাংলাদেশ ইমার্জিং : ২৪.১ ওভারে ১৬৮/১ (নাঈম ৫২, সৌম্য ৮৪*, শান্ত ২২*; আইজাজ ৩-০-২৫-০, মহসিন ১-০-১২-০, এহসান ৮-০-৩৯-১, হারুন ২-০-১৮-০, কিনচিত ৫-০-২১-০, রওনক ৩.১-০-২৯-০, আফতাব ২-০-২২-০)
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
Discussion about this post