ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিকেটারদের স্বার্থ দেখভাল করার কথা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। কিন্তু এ কাজে পুরোপুরি ব্যর্থ হয়েছে সংস্থাটির সভাপতি নাঈমুর রহমান দূর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল। যে কারণে তাদের পদত্যাগ দাবি করেন ক্রিকেটাররা। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে দুর্জয় জানিয়ে দেন, কোয়াব থেকে সরে দাঁড়াবেন না।
কোয়াবের সভাপতি হবেন ক্রিকেটারদের নির্বাচনে। কিন্তু এখনই পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন দুর্জয়, ‘আমি বলছি, নির্বাচন আসুক আগে। সেখানে যার সমর্থন সবচেয়ে বেশি, যাকে ক্রিকেটাররা চাইবে- তাকেই নির্বাচিত করবে। সেখানে আমি হই কিংবা অন্য যে কেউ হোক- হতে পারে। অথচ কেউ কেউ বলছে, আমি নাকি পদত্যাগ করছি। কিন্তু এটা ভুল। আমি পদত্যাগ করছি না।’
সব সময় ক্রিকেটারদের স্বার্থ দেখে আসছেন দুর্জন। এমন দাবী করেছেন সাবেক এ ক্রিকেটার। যে কারণে পদত্যাগের চিন্তা নেই তার, ‘আমি পদত্যাগ করবো কেন? আমি তো এখনও ক্রিকেটারদের জন্যই লড়ে যাচ্ছি। প্লেয়ারদের- যেমন- শাহাদাত হোসেন রাজিব, রুবেলদের বিপদের সময় আমরাই শেল্টার দিয়েছি। এখনও তাদের নানা সমস্যায় আমরা সব সময়ই কথা বলি, সমস্যা সমাধানের চেষ্টা করি।’
ক্রিকেটাররা তাদের দাবি নিয়ে একবারও কোয়াবের কাছে আসেনি বলে অভিযোগ করেছেন দুর্জয়। যদি আসতো তবে ব্যাপারটি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথে কাজ করতেন তিনি, ‘প্লেয়াররা বিভিন্ন সমস্যা নিয়ে সব সময়ই আমাদের কাছে আসতো; কিন্তু এবার আমাদের কাছে আসেনি তারা। তাদের এসব বিষয় নিয়ে আমরা কিছুই জানতাম না।’
কোয়াব প্রেসিডেন্ট হিসেবে নয়, বোর্ড পরিচালক হিসেবেও নয়, দিন শেষে জাতীয় দলের সাবেক ক্রিকেটার, অধিনায়ক দুর্জয়। তাই তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন ক্রিকেটার দাবির ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে, ‘যারা দাবি-দাওয়া পেশ করেছে তারাও বর্তমান জাতীয় দলের ক্রিকেটার। হয়তো বা তারা আমার চেয়ে বড় স্টার। তবে আমরা উভয়ই দেশের জন্য খেলেছি এবং সেটা বাংলাদেশের জন্য। অন্য কোনো দেশের জন্য নয়। আমি কোনো কাদা ছোঁড়াছুড়ি চাই না। বক্তব্য পাল্টা বক্তব্য চলুক, সেটাও কাম্য নয়। তাতে তিক্ততাই বাড়বে শুধু। পরিস্থিতির একটা গ্রহণযোগ্য সমাধান অবশ্যই কাম্য। কোয়াবের পক্ষ থেকে প্রস্তুত আমাদের কাছে আসলে আমরা মধ্যস্ততা করতে সাধ্যমতো চেষ্টা করবো।’
Discussion about this post