ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জয়ের মঞ্চটা প্রস্তুতই ছিল। রোববার ম্যাচের চতুর্থ ও শেষদিনে প্রথম সেশনেই হাসিমুখ খুলনার ক্রিকেটারদের। সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন ব্যাটিংয়ে দল পেল অনায়াস জয়। লক্ষ্যটাও ছিল মামুলি। জিততে চাই ১০৮। হাতে ৯০ ওভার আর ৯ উইকেট। আব্দুর রাজ্জাকের দল অনায়াসেই সেই লক্ষ্য পাড়ি দিয়েছে।
রোববার জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে খুলনা।
দ্বিতীয় ইনিংসে ১২৩ রানের লক্ষ্য ছিল খুলনার সামনে। সেই মিশনে ৫৯ বলে সৌম্য অপরাজিত ৫০। চলতি লিগে এটিই প্রথম জয় খুলনার। প্রথম ইনিংসে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা জয়ী দলের নুরুল হাসান সোহান।
শেখ আবু নাসের স্টেডিয়ামে রোববার শেষদিনে ১ উইকেটে ১৫ রান নিয়ে মাঠে নামে খুলনা। ইমরুল কায়েস ও সৌম্য বুঝে-শুনেই লড়তে থাকেন। এরমধ্যে ইমরুল ফেরেন ২২ রানে। তৃতীয় উইকেটে সৌম্য আর মিঠুন ১০.১ ওভারে যোগ করেন ৬৬ রান।
৩২ বলে ২৭ রান করে মিঠুন ফিরলে মেহেদী হাসান মিরাজকে নিয়ে দলকে জয় এনে দেন সৌম্য। জাতীয় লিগের গত আসরে তৃতীয় সর্বোচ্চ ৪৭১ রান করেন সৌম্য। এবার এটিই তার প্রথম ফিফটি।
দুই ম্যাচে এক জয় ও ড্রতে ১৩.৭ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে এখন খুলনা।
বৃহস্পতিবার কক্সবাজারে তৃতীয় রাউন্ডে খুলনার প্রতিপক্ষ ঢাকা বিভাগ।
সংক্ষিপ্ত স্কোর-
রাজশাহী ১ম ইনিংস: ২৬১/১০
খুলনা ১ম ইনিংস: ৩০৯/১০
রাজশাহী ২য় ইনিংস: ১৭০/১০
খুলনা ২য় ইনিংস: ২২.১ ওভারে ১২৩/৩ (এনামুল ৪, সৌম্য ৫০*, ইমরুল ২২, মিঠুন ২৭, মিরাজ ১৪*; শফিউল ৫-১-১৫-১, ফরহাদ রেজা ১-০-৪-০, মোহর ৫-১-৩০-১, তাইজুল ৬-১-৪০-০, শান্ত ২-০-৫-০, সানজামুল ৩-০-২০-১, মিজানুর ০.১-০-৩-০)
ফল: খুলনা ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: নুরুল হাসান সোহান (খুলনা)
Discussion about this post