ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সুখবর পেয়েছেন একদিন আগেই জায়গা পেয়েছেন ভারত সফরে বাংলাদেশের টি-টুয়েন্টি দলে। কিন্তু সেই খবরের ২৪ ঘন্টা না যেতেই ফ্লপ সৌম্য সরকার। রানের খাতা খুলতেই পারলেন না তিনি। রান পাননি মেহেদী হাসান মিরাজও। তবে আগের ম্যাচেই ডাবল সেঞ্চুরি করা ইমরুল কায়েস ফের দারুণ লড়াই করলেন।
তবে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। ৭ রানের জন্য পেলেন না সেঞ্চুরির। ইমরুলের ৯৩ ও তুষার ইমরানের ৪৩ রানের ইনিংসে জাতীয় লিগের ম্যাচে রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় দিনে ৬ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে খুলনা। দল পিছিয়ে ৩৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
রাজশাহী ১ম ইনিংস: ২৬১/১০
খুলনা ১ম ইনিংস: ৯০ ওভারে ২২৭/৬ (এনামুল ৩৪, সৌম্য ০, ইমরুল ৯৩, তুষার ৪৩, মিঠুন ৪, নুরুল ৩৫*, মিরাজ ৫, রাজ্জাক ৭*; শফিউল ১৬-২-৫৫-২, মোহর ১২-২-২৯-০, রেজা ১১-৪-২৪-০, তাইজুল ৩১-৫-৭৫-২, সানজামুল ২০-৭-৩৮-১)
############################
জাতীয় লিগের আরেক ম্যাচে চট্টগ্রামের মাহিদুল ইসলাম ক্যারিয়ারের প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে বানাতে পারলেন না। বরিশালের বিপক্ষে মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন তিনি।
জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় স্তরের ম্যাচে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১০৪ রান তুলে বরিশাল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুক্রবার ৪ উইকেটে ২৬১ রান নিয়ে দিন শুরু করে চট্টগ্রাম। এর সঙ্গে ৯৫ রান যোগ করতেই শেষ বাকি ছয় উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
চট্টগ্রাম ১ম ইনিংস: ১৩৪.৩ ওভারে ৩৫৬ (পিনাক ১৯, শুক্কুর ৫৭, মুমিনুল ১৫, তাসামুল ২৮, ইয়াসির ৭০, মাহিদুল ৯১, মাসুম ৫০*, নাঈম ০, রানা ৫, আফ্রিদি ০, নোমান ৪; রাব্বি ২৭-৫-৬৭-০, নুরুজ্জামান ১২-৩-৪৩-১, সোহাগ ২-০-১৯-০, মোসাদ্দেক ১৯-৭-২৯-২, মনির ৩৪.৩-৬-৯৯-৪, আশরাফুল ১১-৫-১৮-১, তানভীর ২৮-৪-৬৮-১, ফজলে ১-০-৩-০)
বরিশাল: ৪৩ ওভারে ১০৪/৪ (শাহরিয়ার ১৭, রাফসান ৪৯, ফজলে ১৪, রাব্বি ০, আশরাফুল ৪*, মোসাদ্দেক ৪*; রানা ৮-০-৩৬-০, নোমান ৯-৩-২১-১, নাঈম ১৩-৫-২৩-২, মাসুম ৭-৫-৯-০, আফ্রিদি ৬-২-১০-১)
#########
জাতীয় ক্রিকেট লিগের আরেক ম্যাচে জাকির হাসান, জাকের আলী, তৌফিক খান ও অলক কাপালীর ফিফটিতে ঢাকা মেট্রোর বিপক্ষে লিড নিয়েছে সিলেট বিভাগীয় দল।
শুক্রবার জাতীয় লিগে দ্বিতীয় স্তরের ম্যাচে বিনা উইকেটে ৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে মেট্রো। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এর আগে সিলটে ৩১৯ রানে অলআউট হয়।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ২৪৬/১০
সিলেট ১ম ইনিংস: ৮৪.৫ ওভারে ৩১৯ (তৌফিক ৬১, এনামুল জুনিয়র ৬, জাকির ৭১, কাপালী ৫৪, আফিফ ২৩, জাকের ৭১, রাহাতুল ১, আবু জায়েদ ০, রেজাউর ১৯*, ইমরান ০; আবু হায়দার ১৬.৫-৪-৫৫-৫, শহিদুল ১৬-৫-৪৮-৩, মানিক ১০-২-৩০-০, সানি ২১-৫-৫৩-০, মাহমুদউল্লাহ ২-১-২১-০, আমিনুল ১৩-০-৭৯-১, আল আমিন জুনিয়র ৬-০-২৩-১)।
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ৭ ওভারে ৯/০ (নাঈম ৮*, রাকিন ১*)
Discussion about this post