চট্রগ্রাম টেস্টের মতো ঢাকাতেও দারুণ শুরু হয়েছিল বাংলাদেশের। কিন্তু ব্যাটসম্যানদের ’খামখেয়ালি’তে মজবুত অবস্থানটা হারিয়েছে স্বাগতিকরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ১ম ইনিংসে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ২২৮ রান।
বৃষ্টির জন্য সোমবার চা বিরতির পর খেলা আর হয়নি।
সকালে মিরপুরে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু ধৈর্য ধরে খেলতে পারেনি ব্যাটসম্যানরা। প্রথম সেশনে আউট হন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক এবং মার্শাল আইয়ুব। এনামুল ফিরেছেন ৭ রানে। মার্শাল আইয়ূব করেন ৪১। এরপর মমিনুল ফিরে যান ৪৭ রানে।
সেঞ্চুরির পথে ছিলেন তামিম ইকবাল। কিন্তু ৯৫ রানে গিয়ে মাথার উপর লাফিয়ে উঠা বলে খোঁচা দিয়ে আউট হন তিনি। সাকিব আল হাসান ফিরে যান ২০ রানে। মুশফিকুর রহীম অপরাজিত আছেন ১৪ রানে।
চার বিরতিতে বৃষ্টি নেমে আসে। এরপর বেলা পৌনে চারটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। প্রথম দিন ৫৪.৪ ওভার খেলা সম্ভব হয়। বৃষ্টি শুরু হওয়ায় চা বিরতির খেলা আর হয়নি।
এদিকে ঢাকা টেস্টে অভিষেক হল পেসার আল-আমিনের।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২২৮/৫ (তামিম ৯৫, এনামুল ৭, মার্শাল ৪১, মমিনুল ৪৭, সাকিব ২০, মুশফিক ১৪*; ওয়াগনার ২/৪২, অ্যান্ডারসন ১/১৪, সোধি ১/৩৮, বোল্ট ১/৫০)
Discussion about this post