ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শঙ্কা কাটিয়ে সোমবার ঢাকা এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে অংশ নিতে হ্যামিল্টন মাসাকাদজার নেতৃত্বে রাজধানী পা রাখে দলটি। অবশ্য এরইমধ্যে গুঞ্জন ছিল- বাংলাদেশে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে জিম্বাবুয়ে খেলতে পারবে কি? কারণটাও সংগত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সদস্যপদ স্থগিত করে জিম্বাবুয়ের।
বোর্ডের ওপর সরকারের হস্তক্ষেপে গত জুলাইয়ে জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করে আইসিসি। তারপর জানা যায় আইসিসির কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না তাদের দল। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজ অথবা অন্য টুর্নামেন্টে খেলতে পারবে।
সোমবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা দিয়েই রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চলে আসে দলটি। ১১ সেপ্টেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ।
বাংলাদেশের ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মাসাকাদজা।
১৩ সেপ্টেম্বর মিরপুরে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। এখানে অন্য দল আফগানিস্তান।
জিম্বাবুয়ে টি-টুয়েন্টি দল-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, শেন উইলিয়ামস, নেভিল মাদজিভা, টিনোতেন্দা মুতুমবদজি, টনি মুনিয়ঙ্গা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার এমপোফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, আইন্সলে এনডলোভু, তিমিসেন মারুমা ও রায়ান বার্ল।
Discussion about this post