চট্রগ্রাম টেস্টে ইতিহাস গড়ে এখন আলোচনায় সোহাগ গাজী। এক ম্যাচে সেঞ্চুরি এবং হ্যাটট্রিক করে ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে তিনি গড়লেন অনন্য এক রেকর্ড। বিশ্বরেকর্ড গড়া বাংলাদেশের এই অলরাউন্ডার সোহাগ গাজী আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক লাফে অনেক উপরে উঠে এসেছেন। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১০১ রান করার পর শেষ দিনে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান তিনি। অপরাজিত এ সেঞ্চুরি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের ৩৭ ধাপ উপরে নিয়ে এসেছে তাকে। তার অবস্থান এখন ১১৯ নম্বরে। বোলিং র্যাঙ্কিংয়ের ১৬ ধাপ উন্নতি করে ৩৬ নম্বরে জায়গা হয়েছে তার।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ উন্নতি হয়েছে সোহাগের। এখানে তার গাজীর অবস্থান ৩১ নম্বরে। এদিকে প্রথম ইনিংসে অনবদ্য ১৮১ রান করে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ৫০-এর মধ্যে চলে এসেছেন মমিনুল হক। তিনি আছেন ৪৯তম স্থানে।
Discussion about this post