ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ ওভারে পাপুয়া নিউগিনির প্রয়োজন ১১ রান। ম্যাচে উত্তেজনা তুঙ্গে। ঠিক তখনই অসাধারণ বোলিং করলেন নাহিদা আক্তার। মাত্র ৪ রান দিয়ে এ বাঁহাতি স্পিনার শিকার করেন ২ উইকেট। তার চমকেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে পাপুয়া নিউগিনিকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ।
এই ম্যাচটি হওয়ার কথা ছিল গত শনিবার। কিন্তু সেদিন বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে ম্যাচটি গড়ায় সোমবার রিজার্ভ ডেতে।
টস হেরে স্কটল্যান্ডের ফোর্টহিলের ডান্ডিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নারী দল ওভারপ্রতি ৬.২৪ হারে রান করে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ নারী দলের স্কোর ১৬.৩ ওভারে ১০৩/৮। যে স্কোরে রেখেছেন অবদান ফাহিমার ১৮ বলে ৫ চার ৩২ রান। ওপেনার সানজিদা করেন ১৯। পরে বৃষ্টির বাধার পাপুয়া নিউ গিনির সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৮ ওভারে ৫৯। কিন্তু বাঘিনীদের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেনি পাপুয়া নিউ গিনির ব্যাটার’রা। সর্বোচ্চ ১২ রানের ইনিংস খেলেছেন তানয়া রোমা। ভারে ও ওয়ালো ১০ রানের ইনিংস খেলেন।
বল হাতে ২ ওভার ১০ রান খরচে ৩ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার। রিতু মনির শিকার ২ উইকেট।
এর আগে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে উড়িয়ে শুরু করেছিল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে টাইগ্রেসদের আরেক প্রতিপক্ষ স্বাগতিক স্কটল্যান্ড, তাদের বিপক্ষে টাইগ্রেসরা খেলবে আগামী ৩ সেপ্টেম্বর।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৬.৩ ওভারে ১০৩/৮ (সানজিদা ১৯, আয়েশা ৪, নিগার ৬, রিতু ৩, ফারজানা ১১, শায়লা ৫, ফাহিমা ৩২*, জাহানারা ৫, সালমা ০, নাহিদা ৭*; জিমি ৩/১০, রাভিনা ২/১৭, আম্বো ১/১৭)।
পাপুয়া নিউগিনি: (লক্ষ্য ৮ ওভারে ৫৯) ৮ ওভারে ৫২/৫ (তানিয়া ১২, নাওয়ানি ১০, ওয়ালা ১০, জিমি ৮; জাহানারা ১-০-৭-০, সালমা ২-০-২১-০, রিতু ২-০-৯-২, নাহিদা ২-০-১০-৩, ফাহিমা ১-০-৪-০)।
ফল: ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ ৬ রানে জয়ী
ম্যাচসেরা: নাহিদা আক্তার
Discussion about this post