ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হতাশা দিয়েই শুরু হয়েছে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের যাত্রা। যে ম্যাচটা অনায়াসে জেতার পরিকল্পনায় ছিলেন সালমা খাতুনরা, সেই ম্যাচটিই কীনা বেরসিক বৃষ্টিতে পণ্ড! পাপুয়া নিউগিনির বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে মাঠেই নামতে পারল না বাংলাদেশের মেয়েরা।
স্কটল্যান্ডের ড্যান্ডি ফোরফারশায়ার ক্রিকেট ক্লাব মাঠে শনিবার সকাল থেকেই নেমে আসে বৃষ্টি। অপেক্ষার পর সকাল দশটার দিকে সূর্য হেসে উঠে। কিন্তু ইংলিশদের আবহাওয়া বলে কথা। মনে দুপুর ১২টা বাজতেই ফের নেমে আসে অঝোর ধারার বৃষ্টি। এ কারণেই রেফারি খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন।
এবার বাছাই পর্বে ‘এ’ গ্রুপে বাংলাদেশ লড়বে যুক্তরাষ্ট্র ও স্বাগতিক স্কটল্যান্ডের সঙ্গে। এরপর ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়াই। স্বাগতিক স্কটিশদের সঙ্গে ম্যাচ ৩ সেপ্টেম্বর।
বাছাইপর্বে ‘বি’ গ্রুপে খেলবে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমি-ফাইনালে। ৫ সেপ্টেম্বর হবে দুটি সেমি-ফাইনাল। ৭ সেপ্টেম্বর ফাইনাল। ফাইনালে উঠতে পারলেই মিলবে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট।
আগের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মেয়েরা পেয়েছিল মূল পর্বে খেলার টিকিট। নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু ২০২০ সালের ফেব্রুয়ারিতে। ভেন্যু দেশ অস্ট্রেলিয়া।
Discussion about this post