ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা তিনি। অধিনায়কও। সেই সাকিব আল হাসানকে ছাড়াই শ্রীলঙ্কায় লড়তে হয়েছে বাংলাদেশকে। স্বস্তির খবর ছুটি শেষে ফের ফিরছেন সাকিব। তার নেতৃত্বেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে মাঠে নামবে টাইগারা। তার অপেক্ষাতেই আছেন সতীর্থ তাইজুল ইমলাম।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট আর ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার ছুটির দিন থাকায় অনেকটা ব্যক্তিগত উদ্যেগে মিরপুরে অনুশীলনে এসেছিলেন স্পিনার তাইজুল ইসলাম। ব্যাটিং অনুশীলনেই সময় কাটান তিনি তার।
সংবাদ মাধ্যমে কথা বলার এক পর্যায়ে সাকিবের সঙ্গে তার বোলিং জুটির প্রসঙ্গ উঠতেই স্পিনার তাইজুল বলেন, ‘সাকিব ভাইকে ছাড়া বোলিং করাটা বেশ কঠিনই হয়ে দাঁড়ায়। তিনি খুবই অভিজ্ঞ এবং বিশ্বের নাম্বার ওয়ান বোলার। বিশ্বের যে কোনো ব্যাটসম্যান সাকিব ভাইকে সতর্কতার সঙ্গে খেলে, আর তাতেই আমাদের মতো বোলারদের জন্যও ম্যাচে সুযোগ তৈরি হয়। তার উপস্থিতি আমাদের কাজটা সহজ করে দেয়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সাকিব ভাই যোগ দিচ্ছেন, এটা আমাদের জন্য বেশ ভালো খবর।’
দেশের হয়ে টেস্টে সবচেয়ে দ্রুততম ১০০ উইকেট রেকর্ড এখন সাকিব আল হাসানের অধিকারে। বাঁহাতি অলরাউন্ডার রেকর্ডটা গড়েন ২৮ টেস্টে। তাইজুল সেটি ভেঙে দিতে পারেন ২৫ টেস্ট খেলে। এজন্য তার লাগবে মাত্র ১ উইকেট। বাঁহাতি স্পিনার অবশ্য এ রেকর্ড নিয়ে ভাবছেন না, ‘এসব মাথায় থাকে, আবার থাকেও না। যখন মাঠে নামি এক উইকেটের জন্য নামি না। নামলে ৫-৬ উইকেট পেতেই নামি। এক উইকেট নিয়ে চিন্তা করছি না। কপালে থাকলে হবে। আমি চিন্তা করছি ভালো বোলিং করে দলকে কীভাবে সহায়তা করা যায়।’
এটা ঠিক এখন বাংলাদেশের বোলাররা ঠিক ছন্দে নেই। যে কারণে একাধিক ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে। তবে সে তিক্ত অভিজ্ঞতা ভুলে সবাই চিলতি কন্ডিশনিং ক্যাম্পে নিজের সেরাটা খুজতে কাজ করছে। এমনটাই জানিয়েছেন তাইজুল, ‘বিশ্বকাপের ঠিক আগেভাগে আমরা একটা টুর্নামেন্ট জিতেছি। তবে প্রতিটি সিরিজই যে আপনার আশা আকাঙ্ক্ষা পুরো হবে সেই ভাবনাটাও ঠিক নয়। একটা দুটো সিরিজ পক্ষে না গেলে যে আপসেট হয়ে পড়তে হবে-এমন কিছুও না। তাছাড়া আমাদের দলের কেউ তেমনভাবে চিন্তা করে না। অনুশীলন ক্যাম্পে অংশ নেয়া সবাই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করছে। আশা করছি মাঠের ক্রিকেটে সবকিছু ঠিক হয়ে যাবে।’
সামনের ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে চট্টগ্রামে লড়বে বাংলাদেশ।
Discussion about this post