ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার মুখ খুলতে বাধ্য হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কারণ খবর রটেছে সাকিব আল হাসানের সঙ্গে নাকি তার সদস্যা চলছে। দু’জন নাকি বিশ্বকাপ চলার সময়ই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করলেন রিয়াদ। জানালেন সব মিথ্যে খবর।
ভিডিও জাতীয় দলের তারকা মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আসলামামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। কিছুক্ষণ আগে অনলাইন নিউজে একটা শিরোনাম দেখলাম, সাকিবের সাথে ড্রেসিংরুমের ঘটনাটা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। সাকিবের সাথে আমার কোনরকমের দ্বন্দ বা সমস্যা কোনকিছুই হয়নি। আমরা যতোদিন ধরে একসাথে খেলছি আমরা খুবই ভাল টিমমেট ছিলাম। এখনো আছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো।’
ভারতের ক্রিকেটভিত্তিক অনলাইন ক্রিকবাজ এর আগে জানায় বিশ্বকাপের দলে নাকি মাহমুদউল্লাহকে চাননি সাকিব। এমনকি মাহমুদউল্লাহকে খেলানোকে কেন্দ্র করে টিম প্ল্যানিং থেকেও নিজেকে সরিয়ে রাখেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
ক্রিকবাজ জানায়- ড্রেসিংরুমের সমর্থনও হারান মাহমুদউল্লাহ। ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহর ৪১ বলে ২৮ রানের “অকার্যকর ও বিস্ময়কর” ইনিংসটির পর তাকে দল থেকে বাদ দিতে বলেন সাকিব। কিন্তু অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সমর্থনে দলে টিকে যান মাহমুদউল্লাহ।
এবার এসব গুঞ্জন নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় এটা মিথ্যা একটা কথা। এজন্যই আমার মনে হয়েছে এটা ক্লিয়ারিফাই করা প্রয়োজন। এজন্যই ভিডিওটি পাঠানো। সামনে আমাদের গুরুত্বপূর্ণ অনেক খেলা আছে। আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের জন্য আরও ভাল খেলতে পারি।’
Discussion about this post