ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত শঙ্কা কাটিয়ে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আসছে আফগানিস্তানও। তাদের নিয়েই বাংলাদেশ আগামী মাসে খেলবে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার আফগানিস্তান ও জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই লড়াইয়ের আগে অবশ্য আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩০ অগাস্ট বাংলাদেশে আসছে রশিদ খানের দল। তারপরই ১ সেপ্টেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ।
এরপর ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের সঙ্গে একমাত্র টেস্টে লড়বে আফগানরা।
জানা গেল, আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আইসিসি জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করায় সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও তা কেটে গেছে। সেই শঙ্কা কাটিয়ে আসছে তারা। ১১ সেপ্টেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি টি-টুয়েন্টি প্রস্তুতি ম্যাচে লড়বে জিম্বাবুয়ে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের তিনটি ম্যাচ হবে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
সফর সুচি-
বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ৫ থেকে ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম
তিন জাতি টি-টুয়েন্টি সিরিজ
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৩ সেপ্টেম্বর, শুক্রবার | বাংলাদেশ-জিম্বাবুয়ে | শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৪ সেপ্টেম্বর, শনিবার | আফগানিস্তান-জিম্বাবুয়ে | শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৫ সেপ্টেম্বর, রোববার | বাংলাদেশ-আফগানিস্তান | শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৮ সেপ্টেম্বর, বুধবার | বাংলাদেশ-জিম্বাবুয়ে | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২০ সেপ্টেম্বর, শুক্রবার | আফগানিস্তান-জিম্বাবুয়ে | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২১ সেপ্টেম্বর, শনিবার | বাংলাদেশ-আফগানিস্তান | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার | ফাইনাল | শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা |
Discussion about this post