ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দ্রুত গতিতেই বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ নিয়োগের কাজ এগিয়ে চলেছে। হেড কোচ হতে বুধবার সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের কর্মস্থল বেক্সিমকো অফিসে তার সাক্ষাৎকার নেওয়া হয়।
রাসেল ডমিঙ্গোর আন্তর্জাতিক ক্রিকেটের কোনো অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে খেলেছেন ডমিঙ্গো। কোচিং পেশায় বেশ দক্ষ তিনি। ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টুয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করেন ২০১১ সালে গ্যারি কারস্টেন কোচ হওয়ার পর ডমিঙ্গে ডেপুটি হিসেবে প্রোটিয়া দলে কাজ করেন। ২০১৩ সালে জাতীয় দলের দায়িত্ব নেন। তখন দক্ষিণ আফ্রিকা ছিল নম্বর ওয়ান টেস্ট দল। এরপর চার বছর তার অধীনেই ছিল দল। ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত প্রোটিয়াদের কোচ তিনি।
৪৪ বছর বয়সী ডমিঙ্গোকে অবশ্য একাডেমি দলের দ্বায়িত্ব দেওয়া হতে পারে এমন কথা শোনা যাচ্ছে।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস জানান ‘আমাদের হাতে হেড কোচের সংক্ষিপ্ত তালিকা আছে। আমরা ইতোমধ্যেই নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আমাদের হাতে যে দু-তিনটি নাম ছিল, তার মধ্যে প্রথম রাসেল ডমিঙ্গো সাক্ষাৎকার দিয়ে গেছেন এবং আমাদের হাতে আরো দু-এক জন আছেন, আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করছি। খুব সম্ভবত তিন চার দিনের মধ্যে ওরাও আসবে।’
জানা গেছে কোচের তালিকায় আছেন সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। যিনি একসময় ছিলেন টাইগারদের সঙ্গে। এখন শ্রীলঙ্কা দল থেকে চাকরি হারিয়ে বেকার। তাকে কোচের পদে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। বলা হচ্ছে তার সাক্ষাৎকার ফোনেই সেরে নেবেন বিসিবি কর্তারা। হাথুরুর সাক্ষাৎকার হয়ে যাবে ঈদের আগেই।
এরইমধ্যে জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার চার্লস ল্যাঙ্গাভেল্ট। স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরি।
Discussion about this post