ক্রিকবিডি২৪.কম রিপোর্ট ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতার পর থেকেই ছিলেন চাপে। তারপর থেকেই বলা হচ্ছিল- চাকরি হারাতে পারেন- পাকিস্তান কোচ মিকি আর্থার। শেষ পর্যন্ত সেটাই হলো বুধবার। একইসঙ্গে বোলিং কোচ আজহার মেহমুদ, ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার ও ট্রেনার গ্রান্ট লুডেনকেও বিদায় করেছে। কারও সঙ্গেই আর নতুন করে চুক্তি করবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির বৈঠকে আর্থারসহ পুরো কোচিং স্টাফের চাকরি না থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। একইসঙ্গে প্রধান কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ ও ট্রেনার পদে আবেদন চেয়ে বিজ্ঞাপন দেবে সংস্থাটি। পিসিবি প্রধান এহসান মানি জানান, ‘পিসিবির পক্ষ থেকে আমি মিকি আর্থার, গ্রান্ট ফ্লাওয়ার, গ্রান্ট লুডেন আর আজহার মেহমুদকে ধন্যবাদ জানাই। জাতীয় দলের হয়ে তাদের দায়বদ্ধতা ও পরিশ্রম উদাহরণ হয়ে থাকবে। তাদের ভবিষ্যৎ কার্যক্রমের জন্য আমরা শুভকামনা জানাই।’ দুই বছরের চুক্তি ২০১৬ সালে পাকিস্তানের হেড কোচ হয়েছিলেন আর্থার। তার অধীনে দেশটি রঙিন পোশাকের ক্রিকেটে দারুণ উন্নতি করে। ২০১৭ সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন পাকিস্তান। যে কারণে গেল বিশ্বকাপে ট্রফির দিকে নজর ছিল দেশটির। কিন্তু পারেননি সরফরাজরা। এর দায়ভার পড়ে আর্থারের ওপর। শেষ পর্যন্ত চাকরি হারিয়ে এর মাশুলও দিয়েছেন তিনি। আর্থারের জায়গায় পাকিস্তান চাইছে দেশি কাউকে বসাতে। শেষ পর্যন্ত যদি সেই সিদ্ধান্তে তারা অটল থাকে, তবে ইনজামাম উল হক, ওয়াসিম আকরামদের দেখা যেতে নতুন ভুমিকায়।
Discussion about this post