ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চাকরিটা বাঁচাতে পারছেন না চন্ডিকা হাথুরুসিংহে। নতুন করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) ঝামেলা বেধেছে তার। কোচের পদে আর তাকে রাখছে না দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। হাথুরুর সঙ্গে লঙ্কান বোর্ডের চুক্তি ছিল ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত। ১৫ মাস আগেই বাতিল করছে এসএলসি।
এ অবস্থায় ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে শ্রীলঙ্কা দলের অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের কথাও ভাবছে তারা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা জানান, ‘এসএলসি কর্মকর্তাদের নিয়ে আজ (কাল) আমাদের একটি বৈঠক আছে। চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আমরা নিজেদের চুক্তি বাতিল করব এবং নিউজিল্যান্ড সিরিজে জেরোমে জয়ারত্নেকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হবে।’
হাথুরুসিংহের মাসিক বেতন ৪০ হাজার ডলার (প্রায় ৩৩ লাখ ৭৮ হাজার টাকা)। এর অর্ধেক বেতন নিলে হাথুরুকে কোচের পদে বহাল রাখতে রাজী শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দো। এরচেয়ে কম টাকায় অনেক আন্তর্জাতিক মানের কোচ নাকি তাদের সঙ্গে যোগযোগ করছেন।শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) প্রধানকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছিলেন তিনি।
বাংলাদেশের কোচ পদ ছেড়ে ২০১৭ সালের ডিসেম্বরে নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব নেন হাথুরুসিংহে। তাকে দেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ বেতনভুক্ত কোচের মর্যাদা দেওয়ার পাশাপাশি জাতীয় নির্বাচক কমিটিতেও রেখেছিল বোর্ড। তারপরও চাকরিটা ছেড়ে চলে যান তিনি।
কিন্তু নিজ দেশে ফিরে চাকরি বাঁচাতে পারলেন না। তবে এনিয়ে হাথুরুসিংহে আদালত পর্যন্ত যেতে পারেন হাথুরু, এমনটাই জানাচ্ছে দেশটির পত্রিকা ‘দ্য আইল্যান্ড’। অবশ্য এমনটাও শোনা যাচ্ছে ফের বাংলাদেশের কোচ হতে পারেন তিনি। এরইমধ্যে কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বিসিবি।
Discussion about this post