ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জুনিয়র দলকে পাত্তাই দেয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সোমবার দল তুলে নিয়েছে অনায়াস জয়। স্বাগতিক ইংল্যান্ডকে উড়িয়ে হাসিমুখে মাঠ ছাড়ে জুনিয়র টাইগাররা। সোমবার উস্টারের কাউন্টি গ্রাউন্ডে ৬ উইকেটে জিতেছে তারা।
খেলায় প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান তুলে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। তারপর জবাবে নেমে ৩৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। একেবারে সহজেই ৭১ বল হাতে রেখে জয়!
টস হেরে শুরুতে বল হাতে নিয়েছিল বাংলাদেশ দল। তবে প্রতিপক্ষকে স্বস্তি দেয়নি বোলাররা। শুরুতেই চাপের মুখে ফেলে তাদের। বিশেষ করে তানজিম হাসান সাকিব দুর্দান্ত বোলিংয়ে চাপে ফেলেন তাদের। নিয়মিত বিরতিতেই প্রতিপক্ষের উইকেট তুলে নিতে থাকে সফরকারীরা। মাঝে লুইস গোল্ডসওয়ার্থি ও কেসি অলড্রিজ হাল না ধরলে আরও আগেই শেষ হতে পারতো তাদের ইনিংস। ৭৮ বলে ৫৮ রান করেন অলড্রিজ। ৬৯ রানে অপরাজিত থাকেন গোল্ডসওয়ার্থি।
বাংলাদেশের তানজিম হাসান সাকিব ৪৯ রানে নেন চার উইকেট। সিনিয়র সাকিব বিশ্বকাপ মাতিয়েছেন কিছুদিন আগেই। এবার জুনিয়র সাকিব দারুণ দাপট দেখালেন শুরুতেই।
ছোট্ট সংগ্রহের জবাব দিনে নেমে শুরুটা ভাল হয়নি জুনিয়র টাইগারদের। দ্রুত আউট দুই ওপেনার তানজিদ হাসান (৯) ও প্রান্তিক নওরোজ (১৪)। মাহমুদুল হাসান জয় ৩৬ রানে ফিরলে চাপে পড়ে দল। কিন্তু শাহাদাত হোসেন ও তৌহিদ হৃদয় ১১৪ রানের জুটিতে দল পথ খুঁজে নেয়। শাহাদাত তুলেন ৬০ বলে ৫৭ রান। ৭০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরেন হৃদয়।
ইংলিশ বধের পর বুধবার উস্টারের কাউন্টি গ্রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২০০/৭ (মোজলি ২০, ক্লার্ক ২৭, হেইন্স ৩, এভিসন ০, গোল্ডসওয়ার্থি ৬৯*, হিল ৫, বিন ৮, অলড্রিজ ৫৮, কিম্বার ২*; শরিফুল ০/৫৭, তানজিম ৪/৪৯, শামিম ০/২৭, মৃত্যঞ্জয় ১/৩১, রাকিবুল ০/৩৫)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৩৮.১ ওভারে ২০৪/৪ (তানজিদ ৯, প্রান্তিক ১৪, মাহমুদুল ৩৬, হৃদয় ৭০, শাহাদাত ৫৭, আকবর ৯*; লিচ ০/৪১, অলড্রিজ ২/৩০, কিম্বার ১/৩১, মোরলে ১/৪৪, এভিসন ০/১৮, হিল ০/২১, গোল্ডসওয়ার্থি ০/১৯)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী
Discussion about this post