ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের বিশ্বকাপটা কখনোই ভুলতে পারবেন না সাকিব আল হাসান। ৮ ইনিংসে দুই সেঞ্চুরি, পাঁচ হাফ-সেঞ্চুরিতে তুলেন ৬০৬ রান। টুর্নামেন্টে সর্বাধিক গড় ৮৬.৫৭। বল হাতে তুলেছেন ১১ উইকেট। এমন চক দেখানো অর্জনের পর আইসিসি থেকে শুরু করে প্রতিটি সেরা একাদশেই আছেন সাকিব।
ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার কী করে তাকে ছাড়া গড়বেন একাদশ? শচীনের বিশ্বকাপ একাদশেও আছেন সাকিব।
২০১৯ আইসিসি বিশ্বকাপে শচীনের একাদশের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। আইসিসির সেরা বিশ্বকাপ একাদশের নেতৃত্ব রাখা হয় তাকে। তার ম্যাজিকেই এবার বিশ্বকাপের ফাইনালের টিকিট পেয়েছে নিউজিল্যান্ড। নিজেও ব্যাট হাতে ঝড় তুলেন।
আইসিসির দলে না ছিলেন না বিরাট কোহলি। তবে শচীনের একাদশে আছেন তিনি। নেই মহেন্দ্র সিং ধোনি। মজার ব্যাপার হল সেমি থেকে আউট হলেও ৫ ভারতীয়কে দলে রেখেছেন শচীন।
রেকর্ড পাঁচটি সেঞ্চুরি করা রোহিত শর্মা ওপেনিংয়ে আছেন। সঙ্গে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। জায়গা হয়নি জেসন রয়ের। আছেন বিরাট কোহলি। আইসিসির দলে অবশ্য ছিলেন না ভারত অধিনায়ক। শচীনের দলে জায়গা পেলেন বিশ্বকাপ ফাইনালে দারুণ খেলা বেন স্টোকস। হার্দিক পান্ডিয়াকেও রেখেছেন শচীন।
তবে চমক দেখিয়েই দলে শচীন রাখলেন রবীন্দ্র জাদেজাকে। সেমি-ফাইনালে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিনটিতেই চমক দেখালেও বাকি আসরে খুঁজে পাওয়া যায়নি তাকে।
পেস বোলার হিসেবে দলে মিচেল স্টার্ক। এবার এই অস্ট্রেলিয়ান পেসার নেন ২৭ উইকেট। স্বদেশী গ্লেন ম্যাকগ্রার (২৬) রেকর্ড পেছনে ফেলে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড গড়লেন তিনি। শচীনের দলে রয়েছেন জাসপ্রিত বুমরাহ। ৯ ম্যাচে ১৮টি উইকেট নেন তিনি। দলে জায়গা পেলেন জোফরা আর্চারও। ইংল্যান্ডের এই পেসার ১১ ম্যাচে নেন ২০ উইকেট।
দেখে নিন শচীন টেন্ডুলকারের বিশ্বকাপ একাদশ-
কেন উইলিয়ামসন (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, জনি বেয়ারস্টো, সাকিব আল হাসান, বেন স্টোকস, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, জোফরা আর্চার ও জাসপ্রিত বুমরাহ।
Discussion about this post