ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ডের জয়ের অপেক্ষায় ছিল পাকিস্তান। তাহলেই কেবল বেঁচে থাকতো দলটির সেমি-ফাইনালের স্বপ্ন। কিন্তু কিউইদের রীতিমতো উড়িয়ে দিয়ে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ১১৯ রানের বড় ব্যবধানে জয় নিয়ে ইংলিশরা উঠে গেছে সেমিতে। অস্ট্রেলিয়া, ভারতের পর আরেক ক্রিকেট মোড়ল ইংল্যান্ড বিশ্বকাপের শেষ চারের টিকিট।
বুধবার চেস্টার লি স্ট্রিটের দা রিভারসাইড ডারহামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে করে ৩০৫ রান। জবাব দিতে নেমে ৪৫ ওভারে অলআউট হয়ে নিউজিল্যান্ড করে ১৮৬ রান।
পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা অজিদের অর্জন ১৪ পয়েন্ট। ভারতের ১৩। ১২ পয়েন্ট নিয়ে শেষ চারে উঠেছে ইংলিশরা।
হারে অবশ্য কিউইরা ছিটকে পড়েনি। তারাও পাচ্ছে শেষ চারের সুবাস। বাংলাদেশকে শুক্রবার ৩১৬ রানের বড় ব্যবধানে হারাতে পারলেই পাকিস্তান যাবে সেমি-ফাইনালে। আবার এমনও হতে পারে বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করতে নামলে কোন বল মাঠে গড়ানোর আগেই নিউজিল্যান্ড উঠে যাবে সেমিতে। বিদায় নেবে পাকিস্তান।
এ অবস্থায় কিউইদের ৯ ম্যাচে ১১ পয়েন্ট। লড়াইয়ে পাকিস্তান তাদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিতলেও পয়েন্ট দাঁড়াবে ১১। তখন রানরেটে এগিয়ে থাকা দল পাবে নকআউটের টিকিট। সেখানে বেশ এগিয়ে কিউইরা। পয়েন্ট সমান হলেও রানরেটে অনেক এগিয়ে কিউইরা।
ম্যাচে ইংল্যান্ডকে বড় জয় এনে দিতে শুরুতে সাহায্য করেন জন বেয়ারস্টো। ভারতের বিপক্ষে খেলেন ১১১ রানের এক ইনিংস। বুধবার পেলেন আরেকটি শতরান। ১২৩ রানে থামে জেসন রয় ও জনি বেয়ারস্টোর উদ্বোধনী জুটি। রয় ৬০ রানে আউট হলেও ১০৬ রান করেন বেয়ারস্টো।
৪৬ বলে ফিফটি করে বেয়ারস্টো ৯৫ বলে তুলেন সেঞ্চুরি। অধিনায়ক মরগান ফেরেন ৪২ রানে। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও জেমস নিশাম।
জবাব দিতে নেমে একা লড়লেন নিউজিল্যান্ডের টম লাথাম। করেন ৫৭ রান। কেন উইলিয়ামসন ২৭ আউট।পেসার মার্ক উড ৩৪ রানে শিকার করেন ৩ উইকেট। তারপরও অবশ্য সেমির লড়াইয়ে এগিয়ে থাকল কিউইরা।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩০৫/৮ (রয় ৬০, বেয়ারস্টো ১০৬, রুট ২৪, বাটলার ১১, মরগান ৪২, স্টোকস ১১, ওকস ৪, প্লানকেট ১৫*, রশিদ ১৬, আর্চার ১*; স্যান্টনার ১/৬৫, বোল্ট ২/৫৬, হেনরি ২/৫৪, নিশাম ২/৪১)
নিউজিল্যান্ড: ৪৫ ওভারে ১৮৬/১০ (গাপটিল ৮, নিকোলস ০, উইলিয়ামসন ২৭, টেলর ২৮, ল্যাথাম ৫৭, নিশাম ১৯, ডি গ্র্যান্ডহোম ৩, স্যান্টনার ১২, সাউদি ৭*, হেনরি ৭, বোল্ট ৪; ওকস ১/৪৪, আর্চার ১/১৭, প্লানকেট ১/২৮, উড ৩/৩৪, রশিদ ১/৩০, স্টোকস ১/১০)
ফল: ইংল্যান্ড ১১৯ রানে জয়ী
ম্যাচসেরা: জনি বেয়ারস্টো
Discussion about this post