ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরি নিয়েই খেলতে গিয়েছিলেন বিশ্বকাপে। আশায় ছিলেন পুরো ফিট হয়ে উঠবেন। কিন্তু না। ইংল্যান্ড বিশ্বকাপে হতাশই হতে হচ্ছে মাহমুদউল্লাহ রিয়দকে। নতুন করে ফের ইনজুরিতে পড়লেন এই এই অলরাউন্ডার। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
যদিও হাতে সময় রয়েছে। ম্যাচটি অনুষ্টি হবে ২ জুলাই। তার আগে ডান পায়ের কাফ মাসলের চোট কাটিয়ে উঠতে লড়বে তিনি। বাংলাদেশ দলের দলের ফিজিও থিলান চন্দ্রমোহন বলেছেন, ‘মাহমুদউল্লাহর পায়ের পেশিতে অল্প মাত্রার (লো গ্রেডের) চোট লেগেছে। আগামী কয়েকদিন তার শারীরিক উন্নতিটা পর্যবেক্ষণ করব। তারপরই জানতে পারবো তার ইনজুরির অবস্থা।’ তবে চিন্তার কিছু নেই। ‘গ্রেড ওয়ান’ ধরনের চোটের ক্ষেত্রে সাধারণত সপ্তাহখানেক বিশ্রাম নিলেই হয়। মাহমুদউল্লাহর ক্ষেত্রেও সেটাই করা হচ্ছে। কয়েকদিন বিশ্রামে থাকলেই বোঝা যাবে, ভারতের বিপক্ষে তিনি খেলতে পারবেন কিনা, এমন তথ্যই দিলেন- ফিজিও থিহান চন্দ্রমোহন।
কাঁধের চোটে ভুগছিলেন মাহমুদউল্লাহ। এ কারণে বল হাতে নিতে পারছিলেন না। সোমবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে উইকেটে যাওয়ার পর খোঁড়াতে শুরু করেন। তারপর ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা খেলে যান। ৩৮ বলে তুলেন ২৭ রান।
এ অবস্থায় মাহমুদউল্লাহর বিকল্প ভাবছে না টিম ম্যানেজম্যান্ট। তিনি খেলতে না পারলে মোহাম্মদ মিথুনকে দেখা যেতে পারে মাঠে।
বার্মিংহামে ২ জুলাই ভারতের সঙ্গে লড়াই। এর আগে টাইগার ক্রিকেটাররা আছেন ৫দিনের ছুটিতে। তবে হোটেলেই সময় কাটাতে হবে রিয়াদকে।
Discussion about this post