ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা সময়টাই যেন কাটাচ্ছেন তিনি। বিশ্বকাপে নিয়মিত কথা বলছে তার ব্যাট। এবার খেলা তার ইনিংসগুলো দেখে নিন- ৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১ ও ৫১! ৭ খেলেই দুই সেঞ্চুরি। তিনটি হাফসেঞ্চুরি। আফগানিস্তানের বিপক্ষে খেলা ৫১ রানের ইনিংস দিয়েই ফের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন সাকিব।
একইসঙ্গে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেন বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক।
সাউদাম্পটনে সোমবার আফগানদের বিপক্ষে ম্যাচের আগে হাজার থেকে দূরে ছিলেন ৩৫ রান। ২১তম ওভারে এক রান নিয়েই উঠে যান অনন্য উচ্চতায়।
গত তিন বিশ্বকাপ মিলিয়ে ২১ ম্যাচে সাকিব করেন ৫৪০ রান। গড় ৩০। কিন্তু এবার চমক দেখালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরইমধ্যে করে ফেলেছেন ৪৭৬ রান। তারই পথ ধরে পেছনে ফেলেন ডেভিড ওয়ার্নারকে। যার রান ৪৪৭। সাকিবই এখন শীর্ষে।
বিশ্বকাপে হাজার রানের সঙ্গে সাকিবের উইকেট ২৮টি। বিশ্বকাপে হাজার রান ও ২৫ উইকেটের ডাবল আছে কেবল আর একজনের। বিশ্বকাপে ৩৮ ম্যাচ খেলে ১১৬৫ রানের সঙ্গে২৫টি উইকেট নিয়েছেন সনাৎ জয়াসুরিয়া।
আবার এদিনই আফগানদের বিপক্ষে মুশফিকুর রহীম করেন ৮৩ রান। এবারে আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছয়ে আছেন তিনি। করেছেন মোট ৩২৭ রান। তার ব্যাটেই দল তুলেছে ৭ উইকেটে ২৬২ রান।
Discussion about this post