ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিকেটে যেন শেষ কথা বলে কিছু নেই। যে ম্যাচটা মনে হচ্ছিল হেসে-খেলে জিতবে ইংল্যান্ড, সেই লড়াইয়ে কীনা উল্টো ফল। ৫০ ওভারে ২৩৩ রানের চ্যালেঞ্জ ছিল সামনে। কিন্তু স্বাগতিকরা সেই সংগ্রহটা টপকে যেতে পারল না। লাসিথ মালিঙ্গা আর ধনাঞ্জয়া ডি সিলভার দুর্দান্ত বোলিংয়ে ম্যাচটা জিতে নিয়েছে শ্রীলঙ্কা। একা স্রোতের বিপরীতে লড়েছিলেন বেন স্টোকস। কিন্তু প্রান্ত বদল হতেই সর্বনাশ। অন্যপ্রান্তে দাঁড়িয়ে দেখলেন লঙ্কানদের জয় উৎসব।
লিডসের হেডিংলিতে শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করে ৫০ ওভারে ৯ উইকেট ২৩২ রান। তারপর জবাব দিতে নেমে সেই সংগ্রহটাও টপকাতে পারেনি ইংলিশরা। ৪৭ ওভারে অলআউট হয়ে করে ২১২ রান। ২০ রানে ম্যাচ জিতে সেমি-ফাইনালের খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল শ্রীলঙ্কা।
কম পুঁজি নিয়েও অবশ্য শুরুতে চেপে ধরে ইংল্যান্ডকে। দলীয় ১ রানে জন বেয়ারস্টোকে (০) ফেরান লাসিথ মালিঙ্গা। এরপর জেমস ভিন্সকেও (১৪) আউট করেন এই লঙ্কান পেসার। এরপর কিছুটা সময় লড়েন
জো রুট ও ইয়ন মরগান। কিন্তু ইসরু উদানা তুলে নেন অধিনায়ক মরগানকে (২১)। রুট-বেন স্টোকস এরপরই ৫৪ রানের জুটি গড়লে ম্যাচে ফেরে স্বাগতিকরা। কিন্তু ৫৭ রান করে রুট মালিঙ্গার বলে ফেরেন।
এ অবস্থায় একাই লড়েছেন স্টোকস। তাকে কেউই সঙ্গ দিতে পারলেন না। ৮৯ বলে ৮২ রানে অপরাজিত থাকেন তিনি। মালিঙ্গা ১০ ওভারে ৪৩ রানে নেন ৪ উইকেট। ম্যাচসেরা হন এই অভিজ্ঞ পেসার। তিন উইকেট পেলেন ডি সিলভা।
এর আগে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানের মধ্যে আউট দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুসল পেরেরা। তারপর আভিশকা ফার্নান্দো ৪৯ রান তুলে আউট। কুসল মেন্ডিস (৪৬) ও অ্যাঞ্জেলো ম্যাথুজ গড়েন ৭১ রানের জুটি। আর ম্যাথুজ ১১৫ বলে তুলেন অপরাজিত ৮৫ রান। তিনটি করে উইকেট নিয়েছেন মার্ক উড ও জোফরা আর্চার। দুটি উইকেট লেগ স্পিনার আদিল রশিদের।
এ অবস্থায় ৬ ম্যাচে ৪ জয়ে আট পয়েন্ট ইংল্যান্ডের। সমান ম্যাচে ৬ ম্যাচে দুই জয় ও দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৬ পয়েন্ট শ্রীলঙ্কার।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৩২/৯ (করুনারত্নে ১, কুসল পেরেরা ২, ফার্নান্দো ৪৯, কুসল মেন্ডিস ৪৬, ম্যাথুজ ৮৫*, জিবন মেন্ডিস ০, ডি সিলভা ২৯, থিসারা ২, উদানা ৬, মালিঙ্গা ১, প্রদিপ ১*; ওকস ১/২২, আর্চার ৩/৫২, উড ৩/৪০, রশিদ ২/৪৫)
ইংল্যান্ড: ৪৭ ওভারে ২১২/১০ (ভিন্স ১৪, বেয়ারস্টো ০, রুট ৫৭, মরগান ২১, স্টোকস ৮২*, বাটলার ১০, মঈন ১৬, ওকস ২, রশিদ ১, আর্চার ৩, উড ০; মালিঙ্গা ৪/৪৩, প্রদিপ ১/৩৮, ডি সিলভা ৩/৩২, উদানা ২/৪১)
ফল: শ্রীলঙ্কা ২০ রানে জয়ী
ম্যাচসেরা: লাসিথ মালিঙ্গা
Discussion about this post