ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন আরেক বিতর্কে অস্ট্রেলিয়ান ক্রিকেট। বিশেষ করে ফেসবুক-টুইটারে নেটিজেনরা বেশ সরব। বল বিকৃতির অভিযোগ উঠেছে দলের স্পিনার অ্যাডাম জাম্পার বিরুদ্ধে। এর আগে কেপটাউন টেস্টে গত বছর স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নাররা বল টেম্পারিংয়ে জড়ান। পরে দোষী প্রমাণিত হয়ে তারা পেয়েছিলেন ১ বছরের নিষেধাজ্ঞার শাস্তি।
সেই একই ধরণের বিতর্কের মুখে এবার স্পিনার অ্যাডাম জাম্পা। রোববার দ্বাদশ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ওভারে প্রতিটি ডেলিভারির আগেই পকেটে হাত ঢোকাতে দেখা যায় তাকে। তাতেই বেশিরভাগ নেটজেনরা অভিযোগ তুলেছেন, পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা বের করে বল বিকৃত করেছেন জাম্পা।
রোববার ভারতের বিপক্ষে ৩৬ রানে হারা ম্যাচে আগে বল হাতে নিয়ে নিজের চতুর্থ ওভারে কিছু সন্দেহজনক কাজ করতে দেখা যায় জাম্পাকে। ক্যামেরায় ধরে পড়ে সেই চিত্র। বল করার আগে তিনি পকেটে হাত দিতে দেখা গেছে। তিনি তার হাত আরো একবার ডান পকেটে ঢোকান এবং তারপর হাতটি বলের উপর স্পর্শ করেন।
এদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন টেম্পারিং করেনি জাম্পা। ক্যামেরায় ধরা পড়া বস্তুটিকে ‘হ্যান্ড ওয়ারমার্স’। যা হাত গরম রাখতে ব্যবহার করেন স্পিনাররা। ফিঞ্চ বলেন, ‘আমি ভিডিওটি দেখিনি। তবে তার পকেটে হ্যান্ড ওয়ারমার্সই ছিল। বিষয়টি আমার জানাও ছিল। শীতে হাত গরম রাখতে প্রতি ম্যাচেই জাম্পা এটি ব্যবহার করে।’
Discussion about this post