ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চমক দেখানোর পরিকল্পনা নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপে খেলতে গেছে আফগানিস্তান। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হচ্ছে না। টানা দুই ম্যাচে হেরে বিপাকে তারা। এবার দলের অন্যতম সেরা ক্রিকেটার মোহাম্মদ শেহজাদকে হারাল আফগানরা। ইনজুরিতে বিশ্বকাপ শেষ এই উইকেট-ব্যাটসম্যানের।
এবার চোট নিয়ে বিশ্বকাপ শুরু করেন শেহজাদ। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান। এরপর বিশ্বকাপ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শূণ্য রানে আউট। এরপর শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচে ৭ রানে বিদায়।
এবার চোটের কাছে হার মেনে বিশ্বকাপ থেকে সরে গেলেন। শুক্রবার তার বদলে দলে নেওয়া হয় উইকেটকিপার-ব্যাটসম্যান ইকরাম আলি খিলকে। ৩১ বছর বয়সী শেহজাদ দেশের হয়ে ৮৪ ওয়ানডে খেলে করেন ২৭২৭ রান। ক্যাচ নেন ৬৪ ও স্ট্যাম্পিং ২৫টি।
২০১৯ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ইকরাম আলির। দুটি ওয়ানডে খেলে ৬ রান করে ডাক পেলেন আফগানিস্তান বিশ্বকাপ দলে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আফগানিস্তানের হয়ে খেলেছেন তিনি।
শনিবার টনটনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। এই ম্যাচেই খেলতে পারেন ইকরাম আলি খিল।
Discussion about this post