ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সব কিছু ঠিকমতই চলছিল আফগানিস্তানের। জয়ের স্বপ্নটাও তাই যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেটার দেখছিল বেশ ভালোমতই। কিন্তু
ম্যাচের এক পর্যায়ে লাসিথ মালিঙ্গা-নুয়ান প্রদীপের আগুন ঝরা বোলিংয়ে হঠাৎ করে ছন্দপতন হয় গুলবাদিন নাবীর দলটির। শেষ পর্যন্ত ঐ দুই পেসারের ঝড়ে প্রতিপক্ষের কাছ থেকে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে আফগানদের ৩৪ রানে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথমবার আনন্দে মাতলো চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এরফলে ২০১৮ সালে আবুধাবিতে এশিয়া কাপে আফগানিস্তানের কাছে ৯১ রানে হারের মধুর প্রতিশোধ নিল দিমুথ করুণারত্নের দল
দ্বাদশ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে কুশল পেরেরা (৮১ বলে ৭৮) নৈপুণ্যে ৩৬.৫ ওভারেই মাত্র ২০১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার। যদিও বৃষ্টি আইনে আফগানদের জিততে লক্ষ্যমাত্রায় দাঁড়ায় ৪১ ওভারে ১৮৭ রান। কিন্তু লক্ষ্যের পেছনে ছুটতে শুরু থেকেই নিয়মিত বিরতিতে নুয়ান প্রদীপ ও লাসিথ মালিঙ্গার তোপে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত যুদ্ধ বিধ্বস্ত দেশটি গুটিয়ে যায় ৩২.৪ ওভারে ১৫২ রানে। তাতে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের মুখ দেখল দ্বীপ রাষ্ট্রের দলটি।
শ্রীলঙ্কার নুয়ান প্রদীপ ৯ ওভারে ১ মেডেন দিয়ে ৩১ রানে নেন ৪টি উইকেট। এজন্য তিনি হয়েছেন ম্যাচ সেরা। এদিকে লাসিথ মালিঙ্গা ৬.৪ ওভার হাত ঘুরিয়ে পকেটে পুরেন ৩৯ রানে ৩টি উইকেট। ইশুরু উদানা ও থিসারা পেরেরা নন ১টি করে উইকেট।
কার্ডিফের মেঘলা আকাশের সুবিধা নিতে মঙ্গলবার টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় আফগানরা। কিন্তু অধিনায়ক গুলবাদিন নাবির সিদ্ধান্ত শুরুতে ভুল প্রমাণ করেন বোলাররা। সেই সুযোগে ২২ গড়ে ঝড় তোলেন কুশল পেরেরা। অধিনায়ক দিমুথ করুণারত্নকে নিয়ে এ বাঁহাতি গড়েন ১৩.১ ওভারে ৯২ রানের জুটি। কিন্তু এরপর আর কোন লঙ্কান ব্যাটসম্যান মোহাম্মদ নবীর স্পিনে দাঁড়াতেই পারেনি। শেষ পর্যন্ত পেরেরার ৮১ বলে ৭৮ রানে ভর করে রকমে দুইশ রানের গন্ডি পার করে দ্বীপ রাষ্ট্রের দেশটি। আফগানদের সফল বোলার মোহাম্মদ নবী। এ ডানহাতি স্পিনার নেন ৯ ওভারে ৩০ রানে ৪ উইকেট। এছাড়া দৌওলত জাদরান ৬ ওভারে ৩৪ রানের বিনিময়ে নেন ২টি উইকেট। এদিকে রশিদ খান ৭.৫ ওভারে মাত্র ১৭ রানে পকেটে পুরেন ২টি উইকেট।
বৃষ্টি আইনে ৪১ ওভারে ১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে নুয়ান প্রদীপ ও লাসিথ মালিঙ্গার তোপে পড়ে আফগানরা। তাতে ৫৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসে দলটি। তারপরও দলটির আশা বাঁচিয়ে রেখেছিলেন গুলবাদিন নাইব (২৩) ও নজিবুল্লাহ জাদরান (৪৩)। ষষ্ঠ উইকেটে তারা গড়েন ৬৪ রানের জুটি। তারপরও শেষ রক্ষা হযনি। যে কারণে যুদ্ধ বিধ্বস্ত দেশটি গুটিয়ে যায় ৩২.৪ ওভারে ১৫২ রানে। এর ফলে শ্রীলঙ্কা জিতে যায় বৃষ্টি আইনে ৩৪ রানে।
ম্যাচ সেরা নুয়ান প্রদীপ ৯ ওভারে ১ মেডেন দিয়ে ৩১ রানে নেন ৪টি উইকেট। লাসিথ মালিঙ্গা ৬.৪ ওভার হাত ঘুরিয়ে পকেটে পুরেন ৩৯ রানে ৩টি উইকেট।
Discussion about this post