ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণে দেশের বাইরে ঈদ উৎসব করাটা নতুন নয়। তবে এবার ঈদটা একটু অন্যরকমভাবেই কাটবে মাশরাফি বিন মর্তুজাদের। মঙ্গলবারই লন্ডনে ঈদ পালন করেছে টাইগার ক্রিকেটাররা। বিশ্বকাপ খেলতে এখন ইংল্যান্ডের এই শহরেই আছেন তারা। সেখানেই কেটেছে সময়। তবে বিকেলেই অনুশীলনে নামতে হচ্ছে তাদের। কারণ বুধবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ।
টেমস নদীর তীরে টিম হোটেলের সবচেয়ে কাছের যে মসজিদ সেখানেই ঈদের নামাজ আদায় করেন ক্রিকেটাররা।
মানে বাংলাদেশে যেদিন ঈদ সেদিনই মাঠে থাকবেন মাশরাফিরা। তার আগে বেশ কয়েকজন ক্রিকেটার এবারের ঈদের আনন্দ পালন করতে পরিবারকেও সঙ্গে পেয়েছেন। যদিও পরিবার পরিজন অনেকে সঙ্গে থাকলেও ঈদের দিন ক্রিকেটারদের ব্যাট-বল নিয়ে মাঠে নামতে হচ্ছে!
মঙ্গলবার সকালে ঈদের নামাজ পড়ে হোটেলে ফেরেন ক্রিকেটাররা। দুপুর পর্যন্ত চলবে ঈদের শুভেচ্ছা বিনিময়। বিকালে অনুশীলনে যোগ দিতে পুরো দলের ওভালে যাওয়ার নির্ধারিত সূচি আছে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলবেন- অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওভালের ফ্লাডলাইডের আলোতে দল অনুশীলন করবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দিবা-রাত্রির।
এর আগে সোমবার দিনটা আনন্দে কাটে ক্রিকেটারদের। আগের দিনই দক্ষিণ আফ্রিকাকে হারানোর তৃপ্তি ছিল তাদের। এরমদ্যে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান পরিবারের সঙ্গে সময় কাটান। অন্য ক্রিকেটাররাও ঘুরে বেড়িয়েছেন।
Discussion about this post