ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ব্রাদার্স ইউনিয়ন এবং ক্রিকেট কোচিং ক্লাবের (সিসিএস) মধ্যকার ম্যাচটি মঙ্গলবার হওয়ার কথা ছিল। কিন্তু ফতুল্লা স্টেডিয়ামে সিসিএস দেরি করে আসায় ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। সে ম্যাচটি বুধবার রিজার্ভ ডে’তেও হয়নি। কারণ ব্রাদার্স ওয়াকওভার দাবি করে।
এমনিতে সিসিএস জানায়, মঙ্গলবার কলাবাগান থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে যাওয়ার সময় যাত্রাবাড়ীতে একটি ট্রাক রাস্তার ওপর নষ্ট হয়ে যাওয়ায় প্রচণ্ড যানজট তৈরি হয়। পরে দুটি বাসের সংঘর্ষ হলে রাস্তাই বন্ধ হয়ে যায়। ফলে টসের মাত্র ১০ মিনিট আগে স্টেডিয়ামে পৌঁছায় সিসিএস। যদিও আরও ৪৫ মিনিট আগে পৌঁছানোর শিডিউল ছিল সিসিএসের। তাদের এ অজুহাতের পক্ষে বলেছেন ক্লাবের বাসে থাকা ম্যাচ রেফারি সামিউর রহমানও।
এদিকে দেরিতে ম্যাচ শুরুর প্রস্তাব দিলেও ব্রাদার্স তা মানেনি। তারা ওয়াকওভারের দাবিতে ম্যাচ বয়কট করে। উল্লেখ্য, গত বছর সূযতরুণ দেরিতে বিকেএসপিতে পৌঁছলে তাদের শাস্তি দিয়ে প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়। ওই ঘটনার পর ৩০ মিনিটের অতিরিক্ত সময়ের কোটা রাখা হয়েছে লিগে। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ‘ক্রিকইনফো’কে বলেন, ‘ঈদের পর এ ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ ঈদের আগে প্রিমিয়ার ক্রিকেটের আর কোনো ম্যাচ নেই। ঈদের পর দু’দল এবং ম্যাচ রেফারির সঙ্গে কথা বলা হবে। প্রয়োজন হলে ওইদিন কোনো দুর্ঘটনা ঘটেছিল কি না তা পুলিশের রেকর্ডেও খোঁজ করব আমরা।’
Discussion about this post