ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইতিহাস হাতছানি দিচ্ছিল আগেই। মাত্র এক উইকেট দূরে দাঁড়িয়ে রোববার নেমেছিলেন মাঠে। বিশ্বকাপের ময়দানে এবার প্রথম ম্যাচেই দেখা মিলল সেই উইকেটের। রোববার ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক উইকেট শিকার করতেই গড়লেন বিরলতম এক রেকর্ড।
নিজের পঞ্চম ওভারে এসেই উইকেট নেন সাকিব। এইডেন মার্করামকে পরিষ্কার বোল্ড আউট করেন এই স্পিনার। তারই পথ ধরে ওয়ানডেতে ২৫০ উইকেট হয়ে যায় বিশ্বসেরা অলরাউন্ডারের। তারই পথ ধরে ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান ও ২৫০ উইকেট ক্লাবে নাম লেখান সাকিব।
এর আগে এই ক্লাবের সদস্য ছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া এবং পাকিস্তানের আব্দুল রাজ্জাক ও শহীদ আফ্রিদি। আব্দুল রাজ্জাক ২৩৪ ওয়ানডে ম্যাচ খেলে এই অর্জন যোগ করেন। শহীদ আফ্রিদি খেলেন ২৭৩ ম্যাচ। ক্যালিস নেন ২৯৬ ম্যাচ। সনাৎ জয়াসুরিয়া ৩০৪তম ওয়ানডে পূর্ণ করেন এই ডাবল।
এদিকে থেকে সবার আগে পৌঁছে গেলেন সাকিব আল হাসান। অলরাউন্ডারদের এই ক্লাবে প্রবেশ করলেন মাত্র ১৯৯ নম্বর ওয়ানডে ম্যাচে।
দেখে নিন ২৫০ ওয়ানডে উইকেট ও ৫ হাজার রান ক্লাবের সদস্যদের-
ক্রিকেটার ম্যাচ ম্যাচ রান ১০০/৫০ উইকেট
জ্যাক ক্যালিস ৩২৮ ১১,৫৭৯ ১৭/৮৬ ২৭৩
আব্দুল রাজ্জাক ২৬৫ ৫০৮০ ৩/২৩ ২৫৪
সনাৎ জয়াসুরিয়া ৪৪৫ ১৩,৪৩০ ২৮/৬৮ ৩২৩
শহীদ আফ্রিদি ৩৭৮ ৭৬১৯ ৬/৩৬ ৩৭৮
সাকিব আল হাসান ১৯৯ ৫৬৪২ ৭/৪১ ২৫০
Discussion about this post