ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হারানো সামাজ্য ফের ফিরে পেলেন তিনি। বিশ্বকাপ শুরু হতে যখন সপ্তাহখানেক বাকী তখনই মিলল সুখবর। আট মাস পর ওয়ানডেতে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে সাকিব আল হাসান। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকেি্ শুনলেন সুখবর। রশিদ খানকে পেছনে ফেলে ফের নাম্বার ওয়ান বাংলাদেশের এই মহাতারকা।
ইনজুরি কাটিয়ে উঠে ব্যাট-বল হাতে দারুণ ছন্দে রয়েছেন সাকিব। গত শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে পারেননি।তার আগে অবশ্য মাঠ মাতিয়েছেন। সেই পুরস্কারটাই পেলেন তিনি।
গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের পর অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থান রশিদ খানের কাছে হারান সাকিব। রশিদ যখন সাকিবকে হটিয়ে শীর্ষে উঠেন তখন তার রেটিং পয়েন্ট ছিল ৩৫৩। দুই নম্বরে থাকা সাকিবের রেটিং তখন ৩৪১। এখন সাকিবের এই রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৩৫৯। ৩৩৯ পয়েন্ট নিয়ে রশিদ খান দুইয়ে। তিনে ৩১৯ র্যাটিং পয়েন্ট নিয়ে রয়েছেন আফগানিস্তানের আরেক ক্রিকেটার মোহাম্মদ নবী। চারে পাকিস্তানের ইমাদ ওয়াসিম আর পাঁচে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।
ওয়ানডে বোলিংয়ে শীর্ষ দলে নেই কোন টাইগার ক্রিকেটার। সবচেয়ে ভালো অবস্থানে পেসার মুস্তাফিজুর রহমান। ৬৪৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এগারো নম্বারে। ১৯তম স্থানে রয়েছেন সাকিব। মেহেদী হাসান মিরাজ ২২; মাশরাফি বিন মর্তুজা আছেন ২৪ নম্বারে।
ব্যাটসম্যানদের মধ্যে সেরা বিশে রয়েছেন মুশফিকুর রহীম (২০)। তালিকার ২২ নম্বরে তামিম ইকবাল। সৌম্য সরকার ২৮ ও সাকিব আল হাসান ৩২ নম্বরে।
Discussion about this post