ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই বাজিমাত আবু জায়েদ রাহীর। বল হাতে আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার দারুণ দাপট দেখালেন এই পেস বোলার। তুলে নিয়েছেন ৫ উইকেট। তবে কম যায়নি আয়ারল্যান্ডও। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে নিয়ম রক্ষার ম্যাচে বড় সংগ্রহ গড়েছে দলটি। গুরুত্বহীন ম্যাচে জিততে টাইগারদের চাই ২৯৩ রান।
ডাবলিনে ব্যাটিং উইকেটে অবশ্য শুরুতে প্রতিপক্ষকে চেপে ধরেছিল বাংলাদেশ। মনে হচ্ছিল টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভুল করেছে আইরিশরা। কিন্তু এরপরই দুইবার জীবন পেয়ে কাজে লাগালেন পল স্টার্লিং। ৫৭ ও ৫৮ রানে প্রাণ ফিরে পেয়ে করলেন সেঞ্চুরি। তৃতীয় উইকেটে উইলিয়াম পোর্টারফিল্ডের সঙ্গে গড়ে তুলেন দেড়শ ছাড়ানো জুটি।
যদিও সাকিব আল হাসান নিজের প্রথম বলেই ফেরাতে পারতেন স্টার্লিংকে। কিন্তু মোহাম্মদ সাইফ উদ্দিন সহজ ক্যাচ ছাড়ায় বেঁচে যান তিনি। এরপর সাকিবের এক ওভার দেন ২৩ রান। এটিই ওয়ানডেতে সাকিবের সবচেয়ে খরুচে ওভার।
শেষ পর্যন্ত স্টার্লিং করেন ১৩০। আর পোর্টারফিল্ড ৯৪ রানে ফিরেন সাজঘরে।
কিন্তু তাদের ছাপিয়ে নজর কাড়লেন আবু জায়েদ চৌধুরী রাহী। অভিষেকে উইকেট পাননি। কিন্তু বুধবার এই পেসার ৫৮ রানে নেন ৫ উইকেট। বুঝিয়ে দেন ইংল্যান্ড বিশ্বকাপে খেলতে প্রস্তুত তিনি।
সাইফ নেন ২ উইকেট। দলে ফিরে রুবেল হোসেন নিয়েছেন এক উইকেট।
নিয়মরক্ষার ম্যাচে দলে বাংলাদেশ বিশ্রাম দেয় পেসার মুস্তাফিজুর রহমান, অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান, বাঁহাতি ওপেনার সৌম্য সরকার ও মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে। জায়গা পান পেসার রুবেল হোসেন, মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন, ওপেনার লিটন দাস ও পেসার মোহাম্মদ সাইফ উদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২৯২/৮ (স্টার্লিং ১৩০, ম্যাককলাম ৫, বালবার্নি ২০, পোর্টারফিল্ড ৯৪, ও’ব্রায়েন ৩, অ্যাডায়ার ১১, উইলসন ১২, ডকরেল ৪, ম্যাককার্থি ১* আবু জায়েদ ৫/৫৮, রুবেল ১/৪১, সাইফ ২/৪৩, মোসাদ্দেক ০/৩২, সাকিব ০/৬৫, মাশরাফি ০/৪৭)
Discussion about this post