ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রোববার থেকে শুরু হয়েছে ২৪ ‘এলিট’ খেলোয়াড়দের নিয়ে মিরপুর হোম অব ক্রিকেটে শুরু হয়েছে স্কিল ক্যাম্প। যারা প্রিমিয়ার লিগে ভালো খেলেছেন তারাই জায়গা পেলেন এই ক্যাম্পে। বিশ্বকাপে যদি কেউ চোটে পড়ে, তখন এ ক্যাম্প থেকে ব্যাকআপ হিসেবে যে কেউ যাবেন ইংল্যান্ডে।
স্কিল ক্যাম্পে ব্যাটিং কোচ মিজানুর রহমান বাবুল। তিনি জানান, ‘বিশ্বকাপে যদি কারো ইনজুরি হয়, তখন যাতে এখান থেকে একজন ব্যাকআপ হিসেবে যেতে পারে। ভবিষ্যতে ‘এ’ দল হতে পারে, সেখানে এখান থেকে খেলোয়াড় যেতে পারে। আসলে যারা প্রিমিয়ার লিগে ভালো খেলেছে, এই দলটি তাদের নিয়েই গড়া হয়েছে।’
ক্যাম্পে কোচ হিসেবে থাকছেন ওয়াহিদুল গনি। পেস বোলিংটা দেখবেন জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের। চম্পাকা রমানায়েকেও সাহায্য করবেন তাদের। ক্যাম্প চলবে আগামী ৩০ মে পর্যন্ত।
স্কিল ক্যাম্পে আছেন যারা-
এনামুল হক বিজয়, জহুরুল ইসলাম, সাদমান ইসলাম, মিজানুর রহমান, ইমরুল কায়েস, মুমিনুল হক, রকিবুল হাসান, ফজলে মাহমুদ রাব্বী, আরিফুল হক, ফরহাদ রেজা, মেহেদী হাসান, তানবীর হায়দার, নাজমুল ইসলাম অপু, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, ইরফান শুক্কুর, সালাউদ্দিন শাকিল, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, কামরুল ইসলাম রাব্বী, শফিউল ইসলাম, আবু হায়দার রনি ও তাসকিন আহমেদ।
Discussion about this post