ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেকদিন ধরেই মিরপুরের আকাশে বাতাসে ভাসছিল গুঞ্জন, এবারই শেষ বিশ্বকাপ খেলে ফেলবেন মাশরাফি বিন মর্তুজা। তারপরও ব্যাপারটি বেশিরভাগ ম্যাশ ভক্তই মেনে নিতে পারছিলেন না। তবে সোমবার নিজ মুখেই সংবাদ সম্মেলনে টাইগার ওয়ানডে অধিনায়ক বলে দিলেন ইংল্যান্ড বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ।
সোমবার আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে মাশরাফি বলেন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হলেও ব্যক্তিগত কোন লক্ষ্য নেই। তার সব চিন্তা দলকে ঘিরে।
এখন পর্যন্ত ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপে দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন এ পেসার। মাঝে ২০১১ বিশ্বকাপটা কেবল খেলা হয়নি চোটের দুর্ভাগ্যে পড়ে। বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থেকেই গতকাল তিনি জানান আলাদা করে এ উপলক্ষে প্রস্তুতিটা নিয়ে লাভ নেই কেন, ‘আলাদা করে তৈরি হওয়ার কিছু নেই। আলাদা করে নিজেকে তৈরি করাটাও একধরনের চাপ। আমার কাছে মনে হয় না আলাদা করে কিছু প্রস্তুতি নিয়েও আমি ওখানে কিছু করতে পারব! সেখানে খেলোয়াড় হিসেবেই পারফরম করার চেষ্টা করতে হবে। অবশ্যই অধিনায়কত্বটা সেখানে গুরুত্বপূর্ণ বিষয় হবে। আমার যে দায়িত্বগুলো আছে, সেগুলি ঠিকঠাক করার চেষ্টা করব।’
দেশের জার্সিতে শেষ বিশ্বকাপ ছোঁয়ার ইচ্ছা মাশরাফির। কিন্তু সে লক্ষ্যে পূরণ করা কঠিন, তবে অসম্ভব নয় বলেই মনে করেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের মতো শিরোপা নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসার পথে বাংলাদেশ দল ঠিক কোন কোন জায়গায় পিছিয়ে সেটাও বলেন ম্যাশ, ‘দেখুন এই দল বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে। কিন্তু বড় কোনো ট্রফি জয় একটা অভ্যাসের ব্যাপার। এশিয়া কাপের শিরোপাটা জিতলে এই জায়গায় অনেকটা পথ এগিয়ে যেতাম। কিন্তু কেন যেন আমরা একটা জায়গায় আটকে আছি।’
Discussion about this post